স্পোর্টস ডেস্ক:
পিএসজি ও কিলিয়ান এমবাপ্পের মধ্যকার আর্থিক বিরোধ আরও তীব্র হয়েছে। বকেয়া বেতন ও চুক্তিভঙ্গ নিয়ে দুই পক্ষ এখন পুরোপুরি আইনি লড়াইয়ে জড়িয়েছে। বিষয়টি বর্তমানে ফ্রান্সের শ্রম আদালতে বিচারাধীন।
এর আগে এমবাপ্পে দাবি করেছিলেন, প্যারিস সেন্ট জার্মেইনের কাছে তার পাওনা রয়েছে ৫৫ মিলিয়ন ইউরো। তবে সাম্প্রতিক শুনানিতে তিনি নতুন দাবি তুলেছেন—তার প্রাপ্য ন্যূনতম ২৬০ মিলিয়ন ইউরো, যা তার আগের দাবির প্রায় পাঁচগুণ।
এমবাপ্পের উপদেষ্টারা জানিয়েছেন, তিনি কোনো অতিরিক্ত সুবিধা দাবি করছেন না, বরং একজন কর্মীর হিসেবে তার আইনগত পাওনাই দাবি করছেন।
অন্যদিকে পিএসজি বিপরীত অবস্থানে। তারা দাবি করছে, এমবাপ্পে চুক্তির শর্ত ভেঙেছেন এবং তার আচরণ ক্লাবের ভাবমূর্তির ক্ষতি করেছে। ক্লাবটির হিসাব অনুযায়ী, এমবাপ্পের কারণে তাদের আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৪৪০ মিলিয়ন ইউরো।
এই ক্ষতির মধ্যে রয়েছে— ফ্রি এজেন্ট হিসেবে চলে যাওয়ায় হারানো সম্ভাব্য ‘১৮০ মিলিয়ন ইউরো’ সৌদি ক্লাব আল হিলালের ‘৩০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব প্রত্যাখ্যানের কারণে ক্ষতি’
উল্লেখ্য, ২০২৩ সালে রেকর্ড অঙ্কের সেই অফার ফিরিয়ে দিয়েছিলেন এমবাপ্পে।
দুই পক্ষই নিজেদের অবস্থানে অনড়। আদালত আগামী মাসে এই মামলার রায় দিতে পারে।
Sharing is caring!