প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

জিম্বাবুয়ের কাছে পাত্তাই পায়নি পাকিস্তান

editor
প্রকাশিত নভেম্বর ২৪, ২০২৪, ০৪:০৪ অপরাহ্ণ
জিম্বাবুয়ের কাছে পাত্তাই পায়নি পাকিস্তান

Manual7 Ad Code

 

স্পোর্টস ডেস্ক:

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শুরুতেই বড় ধাক্কা খেল পাকিস্তান দল। বুলাওয়েতে বৃষ্টিবিঘ্নিত সিরিজের প্রথম ওয়ানডেতে আজ রোববার জিম্বাবুয়ের কাছে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৮০ রানের ব্যবধানে হেরেছে পাকিস্তান।

 

Manual4 Ad Code

টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মোহাম্মদ রিজওয়ান। আগে ব্যাট করতে নেমে ২০৫ রানেই অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। দলীয় ১২৫ রানে ৭ উইকেট হারানোর পর সিকান্দার রাজা এবং রিচার্ড এনগারাভার ব্যাটে কোনোমতে দুইশ পার করে স্বাগতিকরা। রাজা করেন ৫৬ বলে ৩৯ আর এনগারাভা করেন ৫২ বলে ৪৮ রান।

পাকিস্তানের হয়ে স্পিনার সালমান আলি আগা এবং ফয়সাল আকরাম নেন ৩টি করে উইকেট।

 

Manual4 Ad Code

মাঝারি লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপদে ছিল পাকিস্তান। ৫৮ রান তুলতে ৬ উইকেট হারিয়ে বসে রিজওয়ানরা। এদিন সায়েম আইয়ুব (১৭ বলে ১১), আবদুল্লাহ শফিক (৫ বলে ১), কামরান গুলাম (২৮ বলে ১৭), সালমান আগা (১১ বলে ৪), হাসিবুল্লাহ খানের (০) কেউই সুবিধা করতে পারেননি।

Manual1 Ad Code

রিজওয়ান ৪৩ বল খেলে ১৯ রানে অপরাজিত ছিলেন। পাকিস্তানের ইনিংসে ২১ ওভার খেলা হওয়ার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। তাতে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে বিজয়ী হয় জিম্বাবুয়ে।

Manual8 Ad Code

এদিন দুটি করে উইকেট নেন ব্লেসিং মুজারবানি, শন উইলিয়ামস ও সিকান্দার রাজা।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code