প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বাংলাদেশকে ধসিয়ে বিশ্বরেকর্ড গড়ল ভারত

editor
প্রকাশিত অক্টোবর ৭, ২০২৪, ০৭:২০ পূর্বাহ্ণ
বাংলাদেশকে ধসিয়ে বিশ্বরেকর্ড গড়ল ভারত

Manual3 Ad Code

স্পোর্টস ডেস্ক:
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ভারতের বিপক্ষে পাত্তায় পায়নি বাংলাদেশ। ১২৭ রানে বাংলাদেশকে অলআউট করে ১১.৫ ওভারে জয় তুলেছে ভারত। তাও ৭ উইকেট হাতে রেখে। এমন জয়ের ম্যাচে টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ডও গড়ে ফেলেছে সূর্যকুমার যাদবের দল।

Manual1 Ad Code

টি-টোয়েন্টিতে প্রতিপক্ষকে সবচেয়ে বেশি অলআউট করার কীর্তি এখন ভারতের। ২০০৬ সালে টি-টোয়েন্টি ক্রিকেট শুরু হওয়ার পর সবমিলিয়ে প্রতিপক্ষকে ৪২বার অলআউট করেছে ভারত। টি-টোয়েন্টি ক্রিকেটে যা সর্বোচ্চ। অবশ্য ভারতের সঙ্গে এই তালিকায় নাম আছে পাকিস্তানেরও। ভারতের সমান ৪২বার প্রতিপক্ষকে অলআউট করার কীর্তি আছে তাদেরও।

Manual3 Ad Code

কীভাবে ১৮০ রান করতে হয় জানে না বাংলাদেশ: অধিনায়ক শান্ত

Manual4 Ad Code

এ তালিকায় পরের অবস্থানে আছে নিউজিল্যান্ডের নাম। ব্ল্যাকক্যাপসরা প্রতিপক্ষকে টি-টোয়েন্টি ক্রিকেটে অলআউট করেছে ৪০বার। এরপরে আছে পূর্ব আফ্রিকার দেশ উগান্ডা। প্রতিপক্ষকে মোট ৩৫বার অলআউট করেছে তারা। আর ওয়েস্ট ইন্ডিজ প্রতিপক্ষকে অলআউট করেছে ৩২বার।

শুধু তাই নয় ১০০ রানের বেশি টার্গেটে ব্যাট করে সবচেয়ে কম বলে সেই লক্ষ্য পেরিয়ে যাওয়াতেও রেকর্ড গড়েছে ভারত। বাংলাদেশের ১২৭ রানের লক্ষ্য ৪৯ বল হাতে রেখে টপকে গেছে ভারত। যা ১০০ এর বেশি টার্গেটে ব্যাটিং করে বল হাতে রেখে সবচেয়ে বড় জয় ভারতের।

Manual3 Ad Code

বল হাতে রাখার বিবেচনায় এর আগে, ভারতের সবচেয়ে বড় জয় ছিল ২০১৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। হারারেতে সেই ম্যাচে মাত্র ১০০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪১ বল হাতে রেখে ১০ উইকেটের জয় পায় ভারত। গতকাল সেটাও টপকে গেল ভারত।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code