প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

২০২৫-জুড়ে বাংলাদেশ ক্রিকেট ও ফুটবলের ব্যস্ততা, দেখুন সূচি

editor
প্রকাশিত জানুয়ারি ১, ২০২৫, ১২:০৫ অপরাহ্ণ
২০২৫-জুড়ে বাংলাদেশ ক্রিকেট ও ফুটবলের ব্যস্ততা, দেখুন সূচি

২০২৫-জুড়ে বাংলাদেশ ক্রিকেট ও ফুটবলের ব্যস্ততা, দেখুন সূচি

Manual5 Ad Code

নিউজ ডেস্ক:
ক্যালেন্ডারের পাতা থেকে বিদায় নিয়েছে ঘটনাবহুল ২০২৪। যেখানে দেশের রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে পরিবর্তনের হাওয়া লেগেছে প্রতিটি ক্ষেত্রেই। যে ধারাবাহিকতায় পরিবর্তনের ঢেউ উঠেছে ক্রীড়াঙ্গনেও। ক্রিকেটের ব্যস্ততা ও ফুটবলের রদবদল, সবমিলিয়ে ২০২৫ সালও যেন ঘটনাবহুল হতে যাচ্ছে ক্রীড়াঙ্গনের জন্য।

এ বছরে ক্রিকেটের শুরুটা বিপিএল দিয়ে হলেও মূল আকর্ষণ হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য এই আসরে নাজমুল হোসেন শান্তর দল ম্যাচ খেলবে দুবাই ও পাকিস্তানে।

জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে মার্চে ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। এপ্রিলে দুই ফরম্যাটের সিরিজ খেলতে পাকিস্তানে যাবে টাইগাররা। এর পরের মাসেই পূর্ণাঙ্গ সিরিজে লঙ্কা সফর।

Manual7 Ad Code

পরে এক মাসের বিশ্রাম শেষে জুলাইয়ে ঘরের মাঠে ভারতের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ খেলবে ফিল সিমন্সের শিষ্যরা। আর ঘরের মাঠে অক্টোবরে উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। একই মাসে এশিয়া কাপ ব্যস্ততার পর বছর শেষ হবে নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ হোম সিরিজ দিয়ে।

সেই সঙ্গে, ব্যস্ততা থাকবে নারী ক্রিকেটেও। বছরের শুরুতেই (জানুয়ারি) নিগার সুলতানা জ্যোতিরা উইন্ডিজ সফরে খেলবেন ৩ ওয়ানডে ও ৩ টি-২০ ম্যাচ। যেখানে সিরিজ জিতলে মিলবে ওয়ানডে বিশ্বকাপের টিকিট। আগস্ট ও সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে সেই আসর। আর বছরের শেষটা ডিসেম্বরে ভারতের মাটিতে ওয়ানডে ও টি-২০ সিরিজ দিয়ে।

Manual8 Ad Code

এদিকে, ফুটবলে নতুন ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছেন ভক্তরা। মার্চে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে লাল-সবুজ জার্সিতে অভিষেক হতে পারে লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরীর। সবমিলিয়ে বছরজুড়ে এশিয়া কাপ বাছাইয়ে মোট পাঁচটি ম্যাচ খেলবে বাংলাদেশ। যার তিনটি হোম ও বাকি দু’টি অ্যাওয়ে। মাঝে ১৫ জুন থেকে ২৫ জুলাই হোম অ্যান্ড অ্যাওয়েতে খেলবে সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচ। পাশাপাশি সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে আছে প্রীতি ম্যাচ খেলার সুযোগ।

টানা দ্বিতীয় সাফ উপহার দেয়া নারী ফুটবল দলেরও ব্যস্ততা থাকবে নতুন বছরে। ফিফা উইন্ডোতে অন্তত ১১টি ম্যাচ খেলার সুযোগ পাবেন সাবিনা-সানজিদারা। পাশাপাশি ২৩ জুন থেকে ৫ জুলাই হোম এন্ড অ্যাওয়েতে এশিয়া কাপ বাছাই ম্যাচ খেলবে নারী ফুটবল দল। আর বছরজুড়ে বয়সভিত্তিক দলগুলোরও থাকবে সাফ ও এএফসি টুর্নামেন্টের ব্যস্ততা।

Manual6 Ad Code

হকিতে বাংলাদেশের জন্য বিশেষ এক বছর হতে যাচ্ছে ২০২৫। ডিসেম্বরে ভারতে শুরু হতে যাওয়া যুব বিশ্বকাপে প্রথমবারের মতো খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।

Manual8 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code