প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

‘সাকিব ছাড়া বিপিএল যেন লবণ ছাড়া তরকারি’

editor
প্রকাশিত জানুয়ারি ৩, ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ণ
‘সাকিব ছাড়া বিপিএল যেন লবণ ছাড়া তরকারি’

Manual6 Ad Code

 

Manual3 Ad Code

ক্রীড়া ডেস্ক:

নিরাপত্তার কারণে যখন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলতে দেশে ফিরতে পারেননি সাকিব আল হাসান। তাকে ছাড়াই প্রোটিয়াদের মোকাবেলা করতে হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে খেলতে নেমেছিল টাইগাররা।

Manual2 Ad Code

সে সময় প্রিয় তারকা সাকিবকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলানোর দাবিতে রাস্তায় নেমে এসেছিলেন ভক্তরা। সাকিবকে দেশে ফিরিয়ে এনে টেস্ট খেলতে দেওয়ার দাবিতে সোচ্চার ছিলেন তারা।

 

Manual3 Ad Code

কিন্তু সাকিবকে ছাড়া চলতি বিপিএল মাঠে গড়ানোর আগে ও পরে কোনো হৈচৈ লক্ষ করা যায়নি। সাকিবভক্তরা নীরবে তা মেনে নিয়ে ঘরে বসেছিলেন।

Manual5 Ad Code

বিপিএলের ১১তম সংস্ককরণের পঞ্চম দিনে এসে অবশেষে সাকিবভক্তদের নীরবতা ভেঙেছে।

আজ শুক্রবার হোম অব ক্রিকেটে দুর্বার রাজশাহী ও চিটাগং কিংসের বিপক্ষে ম্যাচের আগে শেরে বাংলার দক্ষিণ-পূর্ব দিকে ৪ থেকে ৫ নম্বর গেটের মাঝখান চোখে পড়লো কিছু ছোট ফেস্টুন। অল্প কিছু সাকিবভক্ত দেয়ালে সেই ফেস্টুন টানিয়ে অনেকটা নীরবেই প্রিয় তারকার জন্য আক্ষেপ করেন।

সেই ফেস্টুনগুলোর লেখার বিষয়বস্তু প্রায় এক ও অভিন্ন। তা হলো, ‘সাকিব ছাড়া বিপিএল যেন লবণ ছাড়া তরকারি।’

তবে হাতে লেখা সেসব ফেস্টুন টানানো নিয়ে কোনো হৈচৈ শোরগোল হয়নি। কোনো উচ্ছৃঙ্খল আচরণ কিংবা উত্তেজনার সৃষ্টিও হয়নি। খানিকটা নীরব প্রতিবাদের মতোই সাকিবভক্তরা প্রিয় ক্রিকেটারকে নিয়ে আহাজারি করেন।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code