প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

স্ত্রীর সঙ্গে ৩০ বছরের সম্পর্কের ইতি টানলেন গার্দিওলা

editor
প্রকাশিত জানুয়ারি ১৪, ২০২৫, ১২:২২ অপরাহ্ণ
স্ত্রীর সঙ্গে ৩০ বছরের সম্পর্কের ইতি টানলেন গার্দিওলা

Manual8 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি:
ম্যানচেস্টার সিটির প্রধান কোচ হিসেবে ইতিহাস গড়েছেন পেপ গার্দিওলা। স্প্যানিশ এই কোচের অধীনে ট্রেবল জেতা ছাড়াও টানা চার মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে ম্যানসিটি। তবে এবারের মৌসুমে মুদ্রার উল্টোপিঠ দেখতে হয়েছে বিশ্বখ্যাত এই কোচকে। তাঁর দলের এমন সময়ও গেছে যে ১৩ ম্যাচে কেবল ১ জয় পেয়েছে। এবারের মৌসুমে শিরোপা হারানোর পথেও আছে দলটি।

Manual4 Ad Code

এদিকে ম্যানসিটির কোচ হিসেবে যখন দুঃসময় পার করছেন গার্দিওলা এমন সময়েই সামনে এলো তাঁর পারিবারিক জীবন নিয়ে একটি দুঃসংবাদ। ইংলিশ গণমাধ্যম জানিয়েছে, ৩০ বছরের সংসার জীবনের ইতি টেনেছেন গার্দিওলা। স্ত্রী ক্রিস্টিনা সেরার সঙ্গে বিচ্ছেদ হয়েছে তাঁর।

ক্রিস্টিনা ব্রাজিলিয়ান বংশোদ্ভূত সাংবাদিক ও লেখক। ১৯৯৪ সাল থেকে গার্দিওলা ও ক্রিস্টিনা এক সঙ্গে আছেন। ২০১৪ সালে বার্সেলোনায় এ দুজন বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের ১০ বছর পর বিচ্ছেদের পথে হেঁটেছেন এ দম্পতি।
স্প্যানিশ গণমাধ্যম স্পোর্ত জানিয়েছে, আরও ৫ বছর আগে থেকেই আলাদা থাকছেন গার্দিওলা ও তাঁর স্ত্রী ক্রিস্টিনা। তিন সন্তানের একজনকে নিয়ে ৫ বছর থেকেই বার্সেলোনায় থাকছেন গার্দিওলার স্ত্রী।

Manual1 Ad Code

দুজন দুই শহরে থাকলেও নিয়মিতই তাদের একসঙ্গে দেখা যেতো। ছুটি পেলে বার্সেলোনায় ভ্রমণে যেতেন গার্দিওলা। তবে গত ডিসেম্বরেই এ দুজন বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

Manual4 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code