প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বিপিএলের মাঝেই রংপুরে শিরোপা উদযাপন রাইডার্সের

editor
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২৫, ০৫:৪৮ পূর্বাহ্ণ
বিপিএলের মাঝেই রংপুরে শিরোপা উদযাপন রাইডার্সের

Manual1 Ad Code

স্পোর্টস ডেস্ক:
প্রথমবারের মতো কোনো বাংলাদেশি ফ্র্যাঞ্চাইজি দল হিসেবে আন্তর্জাতিক ট্রফি জয় করেছে রংপুর রাইডার্স। তাতে বাংলাদেশের ক্রিকেটে নতুন দিগন্ত উন্মোচন করেছে দলটি। গেল ডিসেম্বরে গায়ানায় অনুষ্ঠিত গ্লোবাল সুপার লিগ জিতে তারা এ সাফল্য অর্জন করে।

Manual7 Ad Code

এবার সেই জিএসএল ট্রফি রংপুর রাইডার্স নিয়ে যাচ্ছে তাদের নিজ শহর রংপুরে। আজ ১৯ জানুয়ারি রংপুরে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই ট্রফি প্রদর্শিত হবে। শুধু জিএসএল ট্রফিই নয়, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ট্রফিও এই উদযাপনের অংশ হবে।

রাইডার্স দলটি সোমবার উদযাপন উপলক্ষে বিভিন্ন আয়োজনের পরিকল্পনা করেছে। দলের ক্রিকেটাররা হেলিকপ্টারে করে রংপুরে এসে পৌঁছাবেন। শহরের বিভিন্ন স্থানে জিএসএল এবং বিপিএল ট্রফি কেন্দ্রিক নানা কার্যক্রম অনুষ্ঠিত হবে। এই আয়োজনে রংপুরের ভক্তদের মাঝে ১,৫০০টি জার্সি বিতরণ করা হবে।

Manual2 Ad Code

উৎসবে আকর্ষণীয় একটি সংযোজন হলো বিপিএল মাসকট ‘ডানা ৩৬’। দুপুর ১টায় দুইটি ট্রফি নিয়ে রাইডার্স শহরের মধ্য দিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেবে। এরপর দুপুর ২টায় রংপুর ক্রিকেট গার্ডেনে একটি মিট-এন্ড-গ্রিট সেশন আয়োজন করা হবে, যেখানে ভক্তরা তাদের প্রিয় খেলোয়াড়দের সঙ্গে দেখা করতে পারবেন। পাশাপাশি, ভক্তরা ট্রফি দুটির সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন।

Manual4 Ad Code

উদযাপনের অংশ হিসেবে বিকেল ৩টায় একটি কনসার্টের আয়োজন করা হয়েছে, যেখানে জনপ্রিয় স্থানীয় ব্যান্ড ‘অ্যাভয়েড রাফা’ পারফর্ম করবে।

Manual6 Ad Code

বিপিএলে শুরুর ৯ দিনে ৬ ম্যাচ খেলে ফেলেছে রংপুর। এখন তাদের পরবর্তী ম্যাচ ২৩ জানুয়ারি। যার ফলে সামনে বেশ কিছু ফাঁকা সময় পাচ্ছে দলটা। বৃহস্পতিবার দুর্বার রাজশাহীর মুখোমুখি হওয়ার আগে তাই নিজ শহরে ট্রফি প্যারেডের আয়োজন করেছে দলটি।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code