প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

রিয়ালের নকআউটের আশা বাঁচিয়ে রাখলেন ভিনি-রদ্রিগো

editor
প্রকাশিত জানুয়ারি ২৩, ২০২৫, ০৫:২১ পূর্বাহ্ণ
রিয়ালের নকআউটের আশা বাঁচিয়ে রাখলেন ভিনি-রদ্রিগো

Manual7 Ad Code

স্পোর্টস ডেস্ক:
রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের ‘রাজা’। তবে বদলে যাওয়া ফরম্যাটে সেই রাজারাও খাবি খাচ্ছিল। যে কারণে দলটা এখন আছে পয়েন্ট টেবিলের মাঝের দিকে। নকআউট প্লে অফে যেতে হলে শেষ দুই ম্যাচে জিততেই হতো দলটাকে।

ভিনিসিয়ুস জুনিয়র আর রদ্রিগো গোয়েজের দারুণ পারফর্ম্যান্সে রেডবুল সালজবুর্গের বিপক্ষে তা করল রিয়াল মাদ্রিদ। ৫-১ গোলের জয়ে নিজেদের নকআউটে যাওয়ার আশা বাঁচিয়ে রাখল ১৫ বারের চ্যাম্পিয়ন্স লিগজয়ীরা।

Manual2 Ad Code

ম্যাচের শুরুতে কিছুটা অস্বস্তিতে থাকলেও ধীরে ধীরে নিজেদের খোলস ছাড়িয়ে বেরিয়ে আসে রিয়াল। ২৩তম মিনিটে ভিনিসিয়ুসের পাস থেকে রদ্রিগো প্রথম গোল করেন। এরপর ৩৪ মিনিটে জুড বেলিংহ্যামের ব্যাকহিল পাসে নিজের দ্বিতীয় গোলটি করেন রদ্রিগো। প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল।

Manual8 Ad Code

দ্বিতীয়ার্ধের শুরুতেই সালজবুর্গ গোলরক্ষকের ভুলের সুযোগ নিয়ে এমবাপ্পে দলের তৃতীয় গোলটি করেন। ৫৫ মিনিটে ভিনিসিয়ুস দুর্দান্ত শটে চতুর্থ গোলটি করেন। ৭৭তম মিনিটে ফেদেরিকো ভালভের্দের পাস ধরে নিজের দ্বিতীয় গোলটি করেন ভিনিসিয়ুস, যা রিয়ালের জয়কে নিশ্চিত করে। সালজবুর্গ যদিও ম্যাচের শেষ দিকে একটি সান্ত্বনাসূচক গোল করে, তবে সেটি তাদের হারের ব্যবধানই শুধু কমিয়েছে।

Manual3 Ad Code

এই জয়ে রিয়াল মাদ্রিদ তাদের চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকার আশা বাড়িয়ে দিয়েছে। ১৫ বারের ইউরোপীয় চ্যাম্পিয়নরা গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ফরাসি ক্লাব ব্রেস্তের মুখোমুখি হবে। যদিও ব্রেস্ত এবারের আসরে বেশ ভালো করছে, রিয়ালের এই পারফরম্যান্সে তাদের আত্মবিশ্বাস থাকবে আকাশছোঁয়া।

Manual6 Ad Code

অন্যদিকে, একই রাতে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ ৩-০ গোলে ফেইনুর্দের কাছে হেরে যায়। তবে আর্সেনাল দিনামো জাগরেভকে ৩-০ ব্যবধানে হারিয়ে জয় উদযাপন করে। ইন্টার মিলান এবং এসি মিলান যথাক্রমে ১-০ ব্যবধানে নিজেদের ম্যাচ জিতে দিনটি শেষ করে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code