প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

৪৭ বছরের ইতিহাস ভেঙে অভিষেকেই ব্রিটজকের বিশ্বরেকর্ড

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০২৫, ১০:১৭ পূর্বাহ্ণ
৪৭ বছরের ইতিহাস ভেঙে অভিষেকেই ব্রিটজকের বিশ্বরেকর্ড

Manual5 Ad Code

 

Manual4 Ad Code

স্পোর্টস ডেস্ক:

৪৭ বছর আগে এই ফেব্রুয়ারি মাসেরই এমন এক দিনে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে ইতিহাসের ৪৮তম ম্যাচে অভিষেক ঘটেছিল ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ডেজমন্ড হেইন্সের। সেদিন অজি বোলারদের নাভিশ্বাস তুলে ১৪৮ রান করে থেমেছিলেন হেইন্স। ওয়ানডে অভিষেকে এতদিন পর্যন্ত সেটিই সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।

 

Manual6 Ad Code

২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে এসে থামলো উইন্ডিজ কিংবদন্তির গড়া সেই রেকর্ড। দক্ষিণ আফ্রিকার হয়ে মাত্র ১ টেস্ট আর ১০ টি-টোয়েন্টি খেলা ম্যাথিউ ব্রিটজকে আজই প্রথমবার নেমেছেন ওয়ানডে ম্যাচে। ইনিংসের প্রথম বলটাও মোকাবেলা করেছেন তিনি। দলের চাপের মুখে কিছুটা রয়েসয়েই শুরু করেছেন খেলা। কিন্তু যখন সাজঘরে ফিরছেন, তখন তার নামের পাশে ১৫০ রান।

ওয়ানডে অভিষেকে কোনো ব্যাটারের সবচেয়ে বেশি রানের নতুন বিশ্বরেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকার ২৬ বছর বয়েসী এই ব্যাটার। ৬৮ বলে করেছেন ফিফটি। ১০০ তে পৌঁছুতে খেলেছেন ১২৮ বল। কিন্তু এরপরেই নিজের ব্যাটিং সক্ষমতার পুরোটা দেখালেন ব্রিটজকে। পরের ৫০ করতে খেলেছেন মোটে ১৯ বল। ১৪৭ বলে ১৫০ করেই নিজের নাম লিখিয়েছেন ইতিহাসের পাতায়।

ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ রানের ইনিংস

Manual8 Ad Code

ম্যাথু ব্রিটজকে (দক্ষিণ আফ্রিকা) – ১৫০ রান – প্রতিপক্ষ নিউজিল্যান্ড
ডেজমন্ড হেইন্স (ওয়েস্ট ইন্ডিজ) – ১৪৮ রান – প্রতিপক্ষ অস্ট্রেলিয়া
রহমানউল্লাহ গুরবাজ (আফগানিস্তান) – ১২৭ রান – প্রতিপক্ষ আয়ারল্যান্ড
কলিন ইনগ্রাম (দক্ষিণ আফ্রিকা) – ১২৪ রান – প্রতিপক্ষ জিম্বাবুয়ে
মার্ক চ্যাপম্যান (হংকং) – ১২৪ রান – প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত

Manual6 Ad Code

 

১১ চার এবং ৫ ছক্কায় নিজের রেকর্ডগড়া ইনিংস সাজিয়েছেন ব্রিটজকে। অবশ্য দেড়শ পূরণের পরেই আউট হয়েছেন তিনি। ম্যাট হেনরির ব্যাক অব দ্য লেন্থ বলে মিডঅফে মিচেল ব্রেসওয়েলকে দিয়েছেন ক্যাচ।

 

ব্রিটজকের রেকর্ডগড়া দেড়শত রান আর উইয়ান মুল্ডারের ৬০ বলে ৬৪ রানের সুবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে বেশ বড় সংগ্রহই দাঁড় করিয়েছে দক্ষিণ আফ্রিকা। ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩০৪ রানের বড় স্কোর দাঁড় করিয়েছে তারুণ্যনির্ভর প্রোটিয়ারা।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code