প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ‘গেম চেঞ্জার’ রিশাদ

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ১১:৩৫ পূর্বাহ্ণ
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ‘গেম চেঞ্জার’ রিশাদ

Manual7 Ad Code

 

Manual2 Ad Code

ক্রীড়া ডেস্ক:

Manual1 Ad Code

চ্যাম্পিয়ন্স ট্রফির মূলপর্ব শুরু হচ্ছে কাল বুধবার। তার পর দিন মাঠে নামবে বাংলাদেশ দল। মূল পর্বে নামার আগে প্রস্তুতি ম্যাচে বড় পরাজয় সঙ্গী হয়েছে নাজমুল হোসেন শান্তদের। তবু এটাকে কেবল প্রস্তুতি ম্যাচ ভেবে ভুলে যেতে চাইছে বাংলাদেশ। শান্তদের সেমিফাইনালে যেতে হলে শক্ত তিনটি প্রতিপক্ষ ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে লড়তে হবে। এই লড়াইয়ে বাংলাদেশের ট্রামকার্ড লেগস্পিনার রিশাদ হোসেন। সৌম্য সরকার তো রিশাদকে গেম চেঞ্জার হিসেবে আখ্যায়িত করলেন।

Manual8 Ad Code

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এই টুর্নামেন্টকে কেন্দ্র করে দুবাইয়ে দুটি উইকেটকে নতুন করে সাজনো হয়েছে। অব্যবহৃত উইকেটে ব্যাটার-বোলার উভয়েই সহায়তা পাবে। এছাড়া পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচ হবে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। দুবাইয়ের মতো রাওয়ালপিন্ডির উইকেটও স্পোর্টিং। যেখানে ব্যাটারদের পাশাপাশি বোলারদের আধিপত্য থাকে। এমন উইকেটে ব্যাটারদের আটকাতে প্রয়োজন রিশাদের মতো লেগস্পিনারদের সাহসী ডেলিভারি। আইসিসির প্রকাশিত এক ভিডিওতে ওপেনার সৌম্য সরকার রিশাদকে উল্লেখ করেছেন গেম চেঞ্জার হিসেবে, ‘রিস্ট স্পিনাররা গেম চেঞ্জার। রিশাদের দিকে আমরা তাকিয়ে আছি।’

Manual5 Ad Code

ভিডিওবার্তায় অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন রিশাদের বোলিং দেখতে উন্মুখ হয়ে আছেন তিনি, ‘রিশাদ ভালো বোলিং করলে আমরা ভালো অবস্থানে থাকব। কারণ, আমরা জানি পাকিস্তানের উইকেট কতটা ভালো। এই টুর্নামেন্টে রিস্ট স্পিনাররা বেশি গুরুত্বপূর্ণ। রিশাদ এই টুর্নামেন্টে কেমন বোলিং করে তা দেখতে উন্মুখ হয়ে আছি।’

রিশাদকে নিয়ে পেসার তানজিম সাকিবও বলেছেন, ‘রিশাদ আমাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বল হাতে ও সব সময় ব্রেক থ্রু এনে দেয়। আবার ব্যাটিংয়ে যখন প্রয়োজন তখন রান করে।’

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code