প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে খুন করে সিলেটে আত্মগোপন : ২ জনকে ধরলো র‌্যাব

editor
প্রকাশিত মে ১৭, ২০২৫, ০৮:১৩ পূর্বাহ্ণ
সুনামগঞ্জে খুন করে সিলেটে আত্মগোপন : ২ জনকে ধরলো র‌্যাব

Manual8 Ad Code

সুনামগঞ্জ সংবাদদাতা:
সিলেটে হত্যা মামলায় ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ সদস্যরা। সিলেটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, সুনামগঞ্জের ছাতক থানার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের দিঘলী বেরাজপুর গ্রামের ছইফ উদ্দিনের ছেলে জাকির হোসেন (২৫) এবং ময়না মিয়ার ছেলে তাজ উদ্দিন (৩৫)।

Manual7 Ad Code

র‌্যাব জানায়, গত ১২ মে সন্ধায় সুনামগঞ্জ জেলার ছাতকের দিঘলী বেরাজপুর এলাকায় বৈদ্যুতিক লাইন এর সংযোগ নিয়ে বাদীপক্ষের সাথে আসামীদের ঝগড়া হয়। পরবর্তীতে গ্রামের মুরুব্বিরা বিষয়টি নিস্পত্তি করার শেষ পর্যায়ে আসামীদের সাথে বাদীপক্ষের কথা কাটাকাটি হওয়ার সময় আসামীরা ভিকটিম সোনাফর আলীকে কাঠের বর্গা এবং লাঠি দিয়ে এলোপাতারি আঘাত করলে অচেতন হয়ে পড়েন। তাকে উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষনা করেন। পরবর্তীতে নিহতের ছেলে বাদী হয়ে সুনামগঞ্জ জেলার ছাতক থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ ঘটনার আসামীদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা জোরদার করে র‌্যাব। এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার বিকেলে সিলেটের জালালাবাদ থানার তেমুখী পয়েন্টে এবং টুকের বাজার শাহী ঈদগাহ এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২ জনকে গ্রেফতার করে।
আজ শনিবার (১৭ মে) র‌্যাবের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

Manual1 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code