প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

দিরাইয়ে যৌথ বাহিনীর অভিযানে যুবলীগ নেতার বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার

editor
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২৪, ০৬:১৭ পূর্বাহ্ণ
দিরাইয়ে যৌথ বাহিনীর অভিযানে যুবলীগ নেতার বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার

Manual3 Ad Code

দিরাই প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাইয়ে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দিনব্যাপী দিরাই উপজেলার হাতিয়া গ্রামে অভিযান চালিয়ে কুলঞ্জ ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা একরার হোসেনের বাড়ি থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি যৌথ বাহিনীর সদস্যরা।

Manual5 Ad Code

উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে, ১৫টি সুলফি, ৯৮টি টেঁটা, ৮টি স্টিলের ঢাল, ৩টি রামদা, ১টি দা, ৮টি ছোট বড় ছোরা, ১টি কাটার, ১টি বাইনোকুলার, ১৫টি কাঠের রুল, ৭টি পাইপ, ৬টি লোহার রড, ১টি বেজবলের ব্যাট।

শুক্রবার দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে বলেন, নাশকতার উদ্দেশ্যে অস্ত্রের মজুদ করা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। তিনি জানান, এ ঘটনায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরার হোসেনেকে প্রধান আসামী করে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

Manual1 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code