প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেটে এক নারীসহ র‌্যাব-পুলিশের জালে ৬ জন

editor
প্রকাশিত মার্চ ১১, ২০২৫, ০৬:৪৫ পূর্বাহ্ণ
সিলেটে এক নারীসহ র‌্যাব-পুলিশের জালে ৬ জন

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটে র‌্যাব-৯ ও পুলিশ সদস্যরা ৬ জনকে গ্রেফতার করেছে। এরমধ্যে হত্যা মামলায় ২ জনকে, মদসহ ২ জনকে, সড়ক দূর্ঘটনায় জড়িত বাস চালক ও অন্যান্য মামলায় আরো একজনকে গ্রেফতার করা হয়।

এরমধ্যে সিলেটের দক্ষিণ সুরমায় আলোচিত ভাইয়ের হাতে ভাই খুনের ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ সদস্যরা। গ্রেফতারকৃতরা হলো, দক্ষিণ সুরমা থানার ভড়াউট রাজীবাড়ি এলাকার মৃত আনফর আলীর ছেলে কামাল আহম্মদ (২৫) এবং তার স্ত্রী নিনা বেগম (২০)। গত রবিবার রাতে ঘটিকার ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন মাষ্টার বাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, সিলেট জেলার দক্ষিন সুরমা থানার রাজীবাড়ি ভড়াউট এলাকায় ভিকটিম খসরু মিয়ার সাথে বাড়ির জায়গায় ঘর নির্মাণকে কেন্দ্র করে তার মা ও ভাইদের সাথে মনমালিন্য চলছিল। ঘটনার দিন গত ২২ ফেব্রæয়ারি সকালে নাস্তা খাওয়া নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কামাল আহম্মদ ভিকটিমকে স্বজোরে ধাক্কা দিলে উঠানে থাকা কড়ই গাছের সাথে লেগে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরবর্তিতে তার আরেক ভাই সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা করে ভর্তি করেন। পরবর্তিতে ২৪ তারিখ ভোরে কর্তব্যরত চিকিৎসক খসরু মিয়াকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ভিকটিমের স্ত্রী ফাহমিদা বেগম বাদী হয়ে দক্ষিন সুরমা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। র‌্যাব জানায় গ্রেফতারকৃত ২ জনকে দক্ষিন সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে, সিলেটে ভারতীয় মদসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, শেরপুর জেলার নকলা থানার চরকামারীপাড় গ্রামের মো. খলিল মিয়ার ছেলে মো. রুমান (২৭), টাঙ্গাইলের মির্জাপুর থানার ভাতকাড়া (হাজী বাড়ী) এলাকার হিরু মিয়ার ছেলে ফিরোজ মিয়া (৩২)।

Manual5 Ad Code

পুলিশ জানায়, রবিবার রাতে শাহপরাণ থানা পুলিশ দাসপাড়া বাজার এলাকায় অভিযান চালায়। এসময় শাহজালাল ট্রাভেলস (ঢাকা মেট্রো-ব-১৪-৬৯৫৯) নামীয় একটি যাত্রীবাহি বাসে তল্লাসী চালিয়ে ২৮ বোতল ভারতীয় তৈরী বিভিন্ন ব্রান্ডের হুইস্কি (মদ) সহ তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Manual8 Ad Code

অপরদিকে, সিলেটে দায়ের করা নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় ঢাকা থেকে এক জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ সদস্যরা। গ্রেফতারকৃত হাসান আহমেদ (২৮), সুনামগঞ্জের ছাতক থানার মৃত নূর উদ্দিনের চেলে। সে বর্তমানে বাগবাড়ী এলাকার বাজনামহল এলাকায় থাকতো।

র‌্যাব জানায়, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর সুনামগঞ্জ টিম এবং র‌্যাব-১ উত্তরা টিম ঢাকার ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত হাসানের বিরুদ্ধে গত ২৬ জানুয়ারি সিলেটের কোতয়ালী মডেল থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়।

তাছাড়া, সিলেটের জালালাবাদের ছুনুপাড়া এলাকায় সিএনজি দূর্ঘটনার ঘাতক বাস চালক আব্দুল করিমকে গ্রেফতার করেছে র‌্যাব। তাকে ঢাকা ডেমরা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

Manual6 Ad Code

সোমবার রাতে বিষয়টি নিশ্চত করে র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ ও র‌্যাব-৩ এরএকটি যৌথ আভিযানিক দল ১০ মার্চ সাড়ে দশটার পর রাজধানীর ডেমরা থানাধীন হাজী হোসেন আলী মিনি মার্কেট পূর্ব বক্সনগর (দাররুন নাজাত মাদ্রাসার পূর্ব পাশে) এলাকায় থেকে গ্রেফতার করেছে। আব্দুল করিম সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানায় গত ৮ মার্চ সড়ক পরিবহন আইনের দায়ের হওয়া মামলার এক নম্বর আসামী। গ্রেফতারকৃত আসামীকে জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে।

Manual1 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code