প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে টিলায় নিয়ে যায় ওই নারীকে : ২ ধর্ষকের জবানবন্দী

editor
প্রকাশিত মার্চ ১৩, ২০২৫, ০৬:৩৯ পূর্বাহ্ণ
বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে টিলায় নিয়ে যায় ওই নারীকে : ২ ধর্ষকের জবানবন্দী

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটে টিলায় নিয়ে নারীকে ধর্ষণের ঘটনায় মামলার আসামিরা আদালতে জবানবন্দী দিয়েছে। বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে মানসিক ভারসাম্যহীন ওই নারীকে রাবার বাগানের টিলায় নিয়ে ধর্ষণ করে তারা। বুধবার গ্রেফতারকৃত ২ জনকে আদালতে নিয়ে যাওয়া হলে তারা এই স্বীকারোক্তি দেয়। তারা হলো, শাহপরাণ থানার পীরেরবাজারের উত্তর মোকামেরগুলের মৃত হাশেম মিয়ার ছেলে মো. আব্দুল করিম (২৯) ও ধলইপাড়া গ্রামের আনোয়ার মিয়ার ছেলে রাকিব মিয়া (২৫)।

পুলিশ জানায়, সিলেটের বিশ্বনাথ উপজেলার জনৈক নারী (৩০) গত তিনদিন আগে কাউকে কিছু না বলে সিলেট শহরে চলে আসে। প্রথমে শাহজালাল (রহঃ) মাজারে অবস্থান করার পর শাহপরাণ (রহঃ) মাজারে যান। তিনি মানসিকভাবে কিছুটা অসুস্থ কিন্তু শারীরিকভাবে সুস্থ ছিলেন। গত সোমবার তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে লেগুনা ড্রাইভার ও তার সহযোগী (লেগুনা নং সিলেট ছ ১১-১২৭০) এ করে এয়ারপোর্ট থানাধীন ছড়াগাং চা বাগানের ১নং সেকশনস্থ তেমুখী রাস্তা সংলগ্ন পূর্ব পাশের টিলার উপর নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

Manual3 Ad Code

স্থানীয় ইউপি মেম্বারের সহযোগিতায় ভিকটিমকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি তে ভর্তি করা হয়। লেগুনার নম্বরের সূত্র ধরে এয়ারপোর্ট থানা পুলিশ শাহপরাণ (রহঃ) তদন্ত কেন্দ্রের পুলিশের সহায়তায় শাহপরান থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করে ।
এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেছেন।

Manual1 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code