প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

হামজাকে নিয়ে যা বললেন কোচ কাবরেরা

editor
প্রকাশিত মার্চ ১৮, ২০২৫, ০৯:২৫ পূর্বাহ্ণ
হামজাকে নিয়ে যা বললেন কোচ কাবরেরা

Manual8 Ad Code

ক্রীড়া প্রতিবেদক:
হামজা চৌধুরী স্বপ্ন দেখছেন, ষোলো কোটি মানুষকে দেখাচ্ছেন। সোমবার দেশের মাটিতে পা রাখার পর সিলেটি ভাষায় বলেছেন, ‘ইনশাআল্লাহ উইন খরমু।’ প্রিমিয়ার লিগে খেলা মিডফিল্ডারের সুরেই কণ্ঠ মিলিয়েছেন হাভিয়ের কাবরেরা। বাংলাদেশ দলের কোচ মেতেছেন হামজা বন্দনায়।

Manual5 Ad Code

সৌদি আরব থেকে অনুশীলন সেরে আজ সকালে দেশে এসেছেন জামালরা। কয়েক দিন দেশে সারবে অনুশীলন। এরপর এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচ খেলতে ভারতের উদ্দেশ্যে উড়াল দেবে। ওই দলে থাকছেন হামজা।

ইংলিশ লিগে খেলা হামজার বাংলাদেশ দলে যোগ দেয়া নিয়ে কাবরেরা বলছেন, ‘হামজার বাংলাদেশ দলে যোগ দেয়া বিশাল সম্ভাবনার। সবাই বেশ খুশি। সব খেলোয়াড় যত দ্রুত সম্ভব তার সাথে দেখা করে অনুশীলন করতে মুখিয়ে আছে। প্রায় প্রতিটি সপ্তাহেই তার সাথে আমার যোগাযোগ হয়েছে। আমরা সামনে দেখছি এবং তার সাথে দেখা করে কিভাবে ভারতকে হারাব সে পরিকল্পনার জন্য অপেক্ষা করছি।’

কাবরেরা ভাসাচ্ছেন হামজা বন্দনায়, ‘হামজার প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা, নেতৃত্ব, পেশাদারিত্ব কার্যকরী হবে। আমার মনে হয় সেও জাতীয় দলের হয়ে খেলার জন্য মুখিয়ে আছেন। সুতরাং, অবশ্যই আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। ঘরের মাঠে ভারতের খেলাকে আমরা সমীহ করি, কঠিন একটি ম্যাচ হবে। তবে অতীতের তুলনায় আমরা ভালো অবস্থায় আছি এবং হামজা আমাদের কিছুটা সুবিধা দেবে। আমাদের লক্ষ্য তাদের বিপক্ষে জয় আনা।’

Manual5 Ad Code

২৫ ফেব্রুয়ারি শিলংয়ে বসবে ভারতের বিপক্ষে ম্যাচ। এরআগে দল গুছিয়ে নিচ্ছে কাবরেরা। পরিকল্পনাও কষে নিচ্ছেন। স্বাগতিক হিসেবে ভারতকে এগিয়েও রাখছেন। তবে ছাড় না দেওয়ার প্রত্যয় শুনিয়েছেন স্প্যানিশ কোচ।

Manual6 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code