প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

তাসকিন নয় মোস্তাফিজ সতীর্থকে বেছে নিল লক্ষ্ণৌ

editor
প্রকাশিত মার্চ ২৩, ২০২৫, ০৯:১৪ পূর্বাহ্ণ
তাসকিন নয় মোস্তাফিজ সতীর্থকে বেছে নিল লক্ষ্ণৌ

Manual3 Ad Code

স্পোর্টস ডেস্ক:
এবারের আইপিএলে সুযোগ হয়নি কোনো বাংলাদেশি ক্রিকেটারের। তবে তাসকিন শুক্রবার ভক্তদের দিয়েছিলেন সুখবরটা। জানিয়েছিলেন, আইপিএলের দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস তার সঙ্গে যোগাযোগ করেছে। এক্ষেত্রে কোনো ক্রিকেটারের রিপ্লেসমেন্ট প্রয়োজন হালে তাকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

Manual6 Ad Code

লক্ষ্ণৌয়ের ডাকের অপেক্ষায় থাকা তাসকিনকে এবার খানিকটা হতাশই করল ফ্র্যাঞ্চাইজিটি। তাসকিনকে না নিয়ে শেষ মুহূর্তে মোস্তাফিজুর রহমানের সাবেক সতীর্থকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। শনিবার আইপিএলের উদ্বোধনী দিনে চোটগ্রস্ত পেসার মহসিন খানের পরিবর্তে দলটি দলে ভিড়িয়েছে সবশেষ মৌসুমে চেন্নাই সুপার কিংসের জার্সিতে খেলা মোস্তাফিজের সতীর্থ শার্দুল ঠাকুরকে।

তাসকিনের বদলে দেশি পেসারের ওপর আস্থা রেখেছে লক্ষ্ণৌ। মহসিনকে নিয়ে ঝুঁকি না নিয়ে শার্দুলের সঙ্গে চুক্তি করেছে ফ্র্যাঞ্চাইজিটি। ২ কোটি রুপির বেজ প্রাইজে দলে নেওয়া হয়েছে এই ক্রিকেটারকে। শনিবার বিকালে ফিটনেস রিপোর্ট হাতে পাওয়ার পর সই করানো হয়েছে শার্দুলকে।

Manual3 Ad Code

শার্দুল ছাড়াও বিদেশি পেসার হিসেবে স্কোয়াডে আছেন শামার জোসেফ। সঙ্গে ভারতের তরুণ তুর্কিদের মধ্যে রয়েছেন রাজবর্ধন হাঙ্গারগেকার এবং প্রিন্স যাদব। এলএসজি’র স্পিন বিভাগে অবশ্য রয়েছেন অভিজ্ঞ রবি বিষ্ণোই, শাহবাজ আহমেদরা। অন্যদিকে ইনজুরি থেকে ফেরার অপেক্ষায় আছেন মায়াঙ্ক যাদব, আভেশ খান এবং আকাশ দীপ।

Manual4 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code