প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শক্তিশালী দল নিয়ে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে

editor
প্রকাশিত এপ্রিল ৮, ২০২৫, ০৬:১২ পূর্বাহ্ণ
শক্তিশালী দল নিয়ে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে

Manual6 Ad Code

স্পোর্টস ডেস্ক :
দুদিন আগেই মেহেদী হাসান মিরাজ বলেছিলেন, ‘জিম্বাবুয়ে সিরিজ কঠিন হবে।’ টাইগার অলরাউন্ডারের সেই অনুমানের বাস্তব আভাস জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড দিয়েছে দল ঘোষণার মাধ্যমে। বাংলাদেশে দুটি টেস্ট খেলতে আসা রোডেশিয়ানরা ১৫ সদস্যের দল দিয়েছে। যেখানে বড় বড় কয়েকটি নাম। পরিবর্তন হয়েছে নেতৃত্বেও।

Manual4 Ad Code

পিঠের ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন দলটির অন্যতম তারকা শন উইলিয়ামস। তিনি ফিরবেন এই সিরিজে। সাদা পোশাকের ক্রিকেটে নেতৃত্ব দিয়ে ফিরছেন ক্রেগ আরভিন। দলে আছেন ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা ও ব্লেসিং মুজারাবানির মতো তারকা।

এ বছরের ফেব্রুয়ারিতে খেলা আয়ারল্যান্ড সিরিজ থেকে তিনটি পরিবর্তন এনেছে জিম্বাবুয়ে। উইকেটকিপার ব্যাটার জয়লর্ড গাম্বির জায়গায় দুই বছর পর জাতীয় দলে এসেছেন তাফাদজওয়া সিগা। নিউম্যান নিয়ামুরির জায়গায় ফিরেছেন বামহাতি স্পিনার ওয়েলিংটন মাসাকাদজা। তিনিও সর্বশেষ টেস্ট খেলেছেন ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এসেছেন উইলিয়ামস।

Manual1 Ad Code

ব্লেসিং মুজারাবানি দেবেন বোলিং আক্রমণে নেতৃত্ব। তার সঙ্গে থাকবেন রিচার্ড এনগারাভা। দলে অভিষেক না হওয়া লেগ স্পিনার ভিনসেন্ট মাসেকেসা আছেন চমক হিসেবে।

২০২০ সালের ফেব্রুয়ারির পর বাংলাদেশে টেস্ট খেলতে আসা জিম্বাবুয়ের প্রথম ম্যাচ ২০ এপ্রিল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। তার পর চট্টগ্রামে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু ২৮ এপ্রিল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে বসবে সাদা পোশাকের মহারণ।

Manual4 Ad Code

সর্বশেষ একমাত্র টেস্টটিতে স্বাগতিক বাংলাদেশের কাছে ইনিংস ও ১০৬ রানে হেরেছে জিম্বাবুয়ে। এবার সেই হারের জবাব দিতে প্রস্তুত হয়ে আসছে আফ্রিকার দলটি।

Manual8 Ad Code

জিম্বাবুয়ে স্কোয়াড

ক্রেগ আরভিন (অধিনায়ক), ব্রায়ন বেনেট, জনাথন ক্যাম্পবেল, বেন কারান, ট্রেভর গুয়ান্ডো, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ভিনসেন্ট মাসেকেসা, নিয়াশা মায়াভো, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, তাফাদজওয়া সিগা, নিকোলাস ওয়েলচ ও শন উইলয়ামস।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code