প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

জুনেই ব্রাজিলের কোচ হচ্ছেন আনচেলত্তি!

editor
প্রকাশিত এপ্রিল ২২, ২০২৫, ০৬:৫৪ পূর্বাহ্ণ
জুনেই ব্রাজিলের কোচ হচ্ছেন আনচেলত্তি!

Manual7 Ad Code

স্পোর্টস ডেস্ক :
ব্রাজিলে দরিভাল জুনিয়র অধ্যায় শেষ হয়েছে গেল মাসে। তবে এরপর থেকে ব্রাজিল কোচের পদটা ফাঁকাই পড়ে আছে। গুঞ্জন ছিল কার্লো আনচেলত্তি হতে পারেন দলটির কোচ। সে গুঞ্জন সত্যি হতে চলেছে এবার। জানাচ্ছে স্প্যানিশ একাধিক সংবাদ মাধ্যম।

স্পেনের বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা গেছে, আগামী জুন মাসে বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নিতে পারেন রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ কার্লো আনচেলত্তি। ইতালিয়ান এই কোচকে চলতি মৌসুম শেষ হওয়ার আগেই বিদায় দিতে পারে রিয়াল।

Manual6 Ad Code

সেটা কবে হতে পারে, তারও একটা আঁচ মিলছে এখন। আগামী রোববার রিয়াল মাদ্রিদ কোপা দেল রে ফাইনালে মুখোমুখি হবে বার্সেলোনার। সে ম্যাচে দলটা যদি হেরে যায়, তাহলেও আনচেলত্তিকে বরখাস্ত করা হতে পারে বলে গুঞ্জন রয়েছে।

Manual8 Ad Code

স্প্যানিশ সংবাদমাধ্যম রেলেভোর খবর অনুযায়ী, জুন ও জুলাইয়ে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ক্লাব বিশ্বকাপে আনচেলত্তিকে আর দায়িত্বে রাখবে না রিয়াল মাদ্রিদ। তার আগেই যদি তাকে ছাঁটাই করে ফেলে, তাহলে আনচেলত্তির গন্তব্য হবে ব্রাজিল।

ফলে জুনের শুরুতে ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের দুই গুরুত্বপূর্ণ ম্যাচ—৬ জুন ইকুয়েডরের বিপক্ষে এবং ৯ জুন প্যারাগুয়ের বিপক্ষে—এই দুই ম্যাচেই সেলেসাওদের ডাগআউটে দেখা যেতে পারে ইতালিয়ান এই কোচকে। রোমা ও এসি মিলান থেকেও আগ্রহ ছিল এই অভিজ্ঞ কোচকে নিয়ে। তবে তিনি নাকি ইতোমধ্যেই ব্রাজিল জাতীয় দলকে বেছে নিয়েছেন বলে জানা গেছে।

Manual7 Ad Code

অন্যদিকে, আনচেলত্তির উত্তরসূরি হিসেবেও রিয়াল মাদ্রিদ হাত গুটিয়ে বসে নেই। বায়ার লেভারকুজেনের সিইও ফার্নান্দো কারো জানিয়েছেন, সাবেক রিয়াল মিডফিল্ডার ও বর্তমানে লেভারকুজেনের কোচ সাবি আলোনসোর সঙ্গে একটি ‘জেন্টলম্যানস এগ্রিমেন্ট’ রয়েছে। সেই অনুযায়ী, আলোনসোর সাবেক কোনো ক্লাব তাকে কোচ হিসেবে চাইলে, লেভারকুজেন বাধা দেবে না।

Manual7 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code