প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আনচেলত্তির প্রথম ব্রাজিল দলে নেই নেইমার, চমকে ভরপুর

editor
প্রকাশিত মে ২৭, ২০২৫, ০৫:২৫ পূর্বাহ্ণ
আনচেলত্তির প্রথম ব্রাজিল দলে নেই নেইমার, চমকে ভরপুর

Manual1 Ad Code

ডিজিটাল ডেস্ক:
ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নিয়েই প্রথম স্কোয়াড ঘোষণা করলেন কার্লো আনচেলত্তি। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের আগাম দুই ম্যাচকে সামনে রেখে সোমবার (২৬ মে) রাতে ঘোষিত এই দলে জায়গা পেয়েছেন একাধিক পুরোনো মুখ, ফিরেছেন কয়েকজন চোটে পড়া তারকা। তবে সবচেয়ে বড় চমক—দলে নেই নেইমার!

সোমবার (২৬ মে) রাতে ঘোষিত স্কোয়াডে বড় চমক হয়ে এসেছে ক্যাসেমিরোর প্রত্যাবর্তন। ২০২৩ এর অক্টোবরের পর প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই মিডফিল্ডার। দলে ফেরাদের তালিকায় আছেন ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে রিয়াল বেতিসে খেলা অ্যান্টনি ও টটেনহ্যামের ফরোয়ার্ড রিচার্লিসন। রিচার্লিসনও ২০২৩ এর অক্টোবরের পর প্রথম ডাক পেলেন।

আনচেলত্তির অধীনে নেইমারের ফেরার কথা শোনা গেলেও শেষ পর্যন্ত ডাক পাননি ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ গোল করা সান্তোসের এই ফরোয়ার্ড। মাংসপেশির ইনজুরি থেকে সেরে ওঠার পর সান্তোসের হয়ে দুটি ম্যাচ খেললেও তাকে আরও সময় দেয়ার পক্ষে আনচেলত্তি। উল্লেখ্য ২০২৩ এর অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে এসিএল ও মেনিস্কাস ছিঁড়ে যায় নেইমারের। এরপর আর জাতীয় দলের হয়ে খেলার সুযোগ হয়নি তার।

Manual8 Ad Code

এ ব্যাপারে আনচেলত্তি বলেন, ‘ভালো অবস্থায় থাকা খেলোয়াড়দেরই আমি দলে নেয়ার চেষ্টা করেছি। সাম্প্রতিককালে নেইমার ইনজুরিতে ছিলেন। সবাই জানে নেইমার আমাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়, সে সবসময় আমাদের সঙ্গে আছে এবং থাকবে।’

দলে ডাক পেয়েছেন চেলসি থেকে ধারে স্ট্রাসবার্গে খেলা আন্দ্রে সান্তোস। চলতি মৌসুমে দারুণ ফর্মে আছেন এই ২১ বছর বয়সী। তবে বাদ পড়েছেন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড রদ্রিগো ও ম্যানচেস্টার সিটির গোলরক্ষক এদারসন। গোলরক্ষক হিসেবে অ্যালিসন ও বেন্তোর সঙ্গে ডাক পেয়েছেন করিন্থিয়াসের হুগো সৌজা।

ব্রাজিলের স্কোয়াড:
গোলরক্ষক: অ্যালিসন, বেন্তো, হুগো সৌজা;

ডিফেন্ডার: অ্যালেক্স সান্দ্রো, আলেক্সসান্দ্রো রিবেইরো, বেরালদো, কার্লোস অগাস্তো, দানিলো, লিও অরতিজ, মারকুইনিয়োস, ভ্যান্ডারসন, ওয়েসলি;

Manual7 Ad Code

মিডফিল্ডার: আন্দ্রেয়াস পেরেইরা, আন্দ্রে সান্তোস, ব্রুনো গুইমারেস, ক্যাসেমিরো, এদারসন, গারসন;

Manual4 Ad Code

ফরোয়ার্ড: অ্যান্টনি, এস্তেভাও, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, ম্যাথিয়াস কুনিয়া, রাফিনিয়া, রিচার্লিসন ও ভিনিসিউস জুনিয়র।

Manual6 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code