প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শাকিবের তাণ্ডবে আফরান নিশো নয়, থাকছেন সিয়াম

editor
প্রকাশিত মে ২৭, ২০২৫, ১১:২১ পূর্বাহ্ণ
শাকিবের তাণ্ডবে আফরান নিশো নয়, থাকছেন সিয়াম

Manual4 Ad Code

 

Manual6 Ad Code

বিনোদন ডেস্ক:

আসন্ন কোরবানি ঈদে মুক্তি পেতে যাচ্ছে ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান ও এই সময়ের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী জুটির পরবর্তী সিনেমা ‘তাণ্ডব’। গত কোরবানির ঈদে তুফানের পর নতুন ছবি নিয়ে হাজির হচ্ছে এই জুটি।

 

ইতোমধ্যেই তাণ্ডব সিনেমার কয়েক লটের শুটিং শেষ হয়েছে। বর্তমানে কলকাতায় সিনেমাটির ডাবিংও চলছে। এরই মধ্যে খবর, তাণ্ডবে শাকিব খানের সঙ্গে স্ক্রিনশেয়ার করতে দেখা যাবে এই প্রজন্মের জনপ্রিয় দুই অভিনেতা আফরান নিশো ও সিয়াম আহমেদকে।

একাধিক সংবাদমাধ্যমেও দাবি করা হয়েছে, শাকিবের তাণ্ডবে যুক্ত হচ্ছেন আফরান নিশো।

 

Manual5 Ad Code

তবে বিষয়টি গুজবই বলে জানালেন নির্মাতা রায়হান রাফী। তার কথায়, তাণ্ডবে থাকছেন না নিশো। অযথাই মানুষ এসব গুজব ছড়াচ্ছে।

এদিকে নিশো না থাকলেও ‘তাণ্ডব’-এ একটি বিশেষ ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। সিনেমায় গুরুত্বপূর্ণ এক মুহূর্তে শাকিব খানের সঙ্গে পর্দা ভাগ করবেন তিনি। এই চমকই হতে পারে ছবিটির অন্যতম আকর্ষণ।

 

Manual4 Ad Code

যদিও নির্মাতা ও প্রযোজকরা এখনও আনুষ্ঠানিকভাবে সিয়ামের উপস্থিতি নিয়ে মুখ খুলতে রাজি নন। সবকিছু চমক হিসেবেই রাখতে চাইছেন তারা।

Manual4 Ad Code

জানা গেছে, তাণ্ডবের শুটিং ইতোমধ্যেই শেষ। বর্তমানে চলছে সম্পাদনার শেষ পর্যায়ের কাজ। খুব শিগগিরই সিনেমাটি জমা পড়বে সেন্সর বোর্ডে।

প্রযোজনা প্রতিষ্ঠান সূত্র জানায়, একটি টেলিভিশন চ্যানেলে হামলার ঘটনাকে কেন্দ্র করে এগিয়ে যাবে সিনেমার গল্প। ছবির গল্প রচনায় রয়েছেন পরিচালক নিজেই, এবং চিত্রনাট্য করেছেন আদনান আদিব খান ও রায়হান রাফী যৌথভাবে।

ঈদ উপলক্ষে দেশজুড়ে প্রায় দেড় শতাধিক সিনেমা হলে ‘তাণ্ডব’ মুক্তির পরিকল্পনা রয়েছে। এটি হতে যাচ্ছে এবারের ঈদের সবচেয়ে বড় বাজেট ও তারকাবহুল সিনেমা। যেখানে শাকিব খানের সঙ্গে প্রথমবারের মতো সিনেমায় জুটি বেধেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code