প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ঢাকায় পা রাখলেন হামজা

editor
প্রকাশিত জুন ২, ২০২৫, ০৭:১১ পূর্বাহ্ণ
ঢাকায় পা রাখলেন হামজা

Manual8 Ad Code

স্পোর্টস ডেস্ক:
এএফসি এশিয়ান কাপ ২০২৭ কোয়ালিফায়ার্সের জুন উইন্ডোতে সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচ খেলতে আজ (শনিবার) সকালে ঢাকা এসেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। সকাল ১০টা ৪৫ মিনিটে বাংলাদেশ বিমানযোগে লন্ডন থেকে ঢাকায় পৌঁছান তিনি।

ঢাকা বিমানবন্দরে হামজাকে অভ্যর্থনা জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) তিনজন নির্বাহী সদস্য। এ সময় হামজার বাবা-মাও তার সঙ্গে ছিলেন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে জাতীয় দলের টিম হোটেলের উদ্দেশে রওনা হন এই ইংল্যান্ডপ্রবাসী মিডফিল্ডার।

Manual8 Ad Code

হোটেলে কিছুক্ষণ বিশ্রামের পরই বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দলের অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে হামজার। যদিও জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা আজকের অনুশীলনও আগের দিনের মতো ক্লোজড ডোর রেখেছেন, অর্থাৎ সংবাদমাধ্যম বা সাধারণ দর্শকদের প্রবেশ নিষেধ।

Manual6 Ad Code

গত ২৫ মার্চ ভারতের শিলংয়ে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের হয়ে অভিষেক হয় হামজার। সে সময় তিনি সপরিবারে দেশে এসে সরাসরি যান সিলেট। সেখানে স্থানীয় সমর্থকদের উপচে পড়া ভিড়ে বিমানবন্দর ও হোটেল এলাকায় দেখা দেয় বিশৃঙ্খলা। সেই অভিজ্ঞতা মাথায় রেখে এবার কিছুটা গোছানোভাবেই তাকে বরণ করে নেওয়া হয়।

Manual5 Ad Code

বাংলাদেশ দলের জার্সিতে দেশের মাটিতে প্রথমবারের মতো মাঠে নামার অপেক্ষায় থাকা এই মিডফিল্ডারকে ঘিরে সমর্থকদের প্রত্যাশা এখন তুঙ্গে। আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে জাতীয় দল এখন চূড়ান্ত প্রস্তুতির মধ্যেই রয়েছে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code