প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বিশেষ ছাড়ে বিয়ানীবাজারের প্রধান পশুরহাট

editor
প্রকাশিত জুন ৫, ২০২৫, ০৮:১৩ অপরাহ্ণ
বিশেষ ছাড়ে বিয়ানীবাজারের প্রধান পশুরহাট

Manual1 Ad Code

 

স্টাফ রিপোর্টার:

শেষ মূহুর্তে পবিত্র ঈদুল আজহা উদযাপনের প্রধান উপকরণ কোরবানির পশু কেনার হিড়িক পড়েছে। গ্রামের হাটগুলোতে ক্রেতাদের পছন্দমতো কোরবানি কেনাবেচা চলছে পুরোদমে। তবে বিয়নীবাজার পৌরশহরের চিত্র অনেকটাই ভিন্ন। তারা গরু লালন-পালনের ঝামেলা এড়াতে ঈদের এক বা দুইদিন আগে কিনতে চায় কোরবানির পশু। এ লক্ষ্যে শহুরে ক্রেতাদের চাহিদা পূরণে ব্যস্ত হয়ে উঠেছে বিয়ানীবাজার পৌরশহরের প্রধান কোরবানির হাট পিএইচজি হাইস্কুল মাঠ।

Manual2 Ad Code

সরজমিন দেখা যায়, বিয়ানীবাজার পৌরশহরের পিএইচজি হাইস্কুল মাঠে ১২ লাখ টাকা মূল্যের শাহীওয়াল ষাড় ওঠেছে। গরুটি দেখতে চারপাশে ভিড় জমায় অনেক ক্রেতাসহ উৎসুক মানুষ। তবে গতবারের তুলনায় এবারের হাটে গরুর দাম একটু কম বলেও আক্ষেপ করেন গরুর মালিক।

 

এই হাটে ফ্রিজিয়ান ও শাহীপাল জাতের অসংখ্য গরু নিয়ে আসা হয়েছে।

এছাড়া হাটে আছে ছোট, বড় ও মাঝারি সাইজের বিভিন্ন প্রজাতির গরু ও খাসি। এতে এবারের হাটে ভালো কেনাবেচা হচ্ছে বলেও আশাবাদি এই হাটের ইজারাদার মিছবাহ উদ্দিন। তিনি জানান, বৃহস্পতিবার বিকেল থেকেই জমতে শুরু হয়েছে হাটের কার্যক্রম। ঈদের দিন সকাল পর্যন্ত এই হাটের কার্যক্রম চলবে- বলেও জানান এই ইজারাদার।

 

Manual4 Ad Code

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, এই হাটে কোরবানি ক্রয়-বিক্রয়ে এবার বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। এতে প্রতিটি গরু ক্রয়-বিক্রয়ে প্রতিটি গরুর হাসিলনির্ধারণ করা হয়েছে ১০০০ টাকা হারে। সেই সঙ্গে দূরদুরান্ত থেকে আসা কৃষক বা খামারিদের জন্য রয়েছে থাকা-খাওয়ার বিশেষ ব্যবস্থা। আছে কঠোর নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি জাল টাকা শনাক্তের মেশিন। ফলে এই হাটে কোন ধরনের হয়রানি বা ভয় ও আতঙ্ক ছাড়াই নির্বিঘ্নে কেনাবেচা চলবে ঈদের দিন সকাল পর্যন্ত।

Manual6 Ad Code

বিয়ানীবাজার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মবিন হাই বলেন, এবারের ঈদে কোরবানির পশুর চাহিদা পূরণের পর অতিরিক্ত ২ হাজার পশু উদ্বৃত্ত থাকবে। সেই সঙ্গে হাটগুলোতে নিয়মিত মনিটরিংয়ে থাকবে চিকিৎসক দল।

Manual2 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code