প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মির্জা ফখরুলের নেতৃত্বে চীন যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল

editor
প্রকাশিত জুন ১২, ২০২৫, ০৭:১৩ পূর্বাহ্ণ
মির্জা ফখরুলের নেতৃত্বে চীন যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে চীন সফরে যাচ্ছে বিএনপির একটি প্রতিনিধিদল। চলতি জুন মাসের শেষের দিকে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে প্রতিনিধিদলটি চীন সফর করবে। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, চলতি মাসের শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল চীন সফরে যাচ্ছেন। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে এই সফরে যাবেন তারা।

Manual5 Ad Code

চীনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সম্পর্ককে গুরুত্ব দিয়ে দেখে দেশটির কমিউনিস্ট পার্টি। প্রতিবেশী রাষ্ট্রগুলোর রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত সংলাপ ও সফর বিনিময়ের মাধ্যমে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করে থাকে তারা। এর আগেও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে চীন। তবে এবারের আমন্ত্রণে ভিন্নতা রয়েছে—কারণ, এবার সরাসরি বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃত্বকে ডাকা হয়েছে।

এই সফরের মাধ্যমে শুধু দ্বিপাক্ষিক সম্পর্কই নয়, বাংলাদেশের রাজনীতি ও আসন্ন জাতীয় নির্বাচন নিয়েও আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Manual5 Ad Code

উল্লেখ্য, গত মাসের শেষ দিকে চীনের রাজধানী বেইজিংয়ে একটি আন্তর্জাতিক রাজনৈতিক সম্মেলনে বিএনপির প্রতিনিধি দল অংশ নেয়। সেখানে দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্ব এশিয়া ছাড়াও দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক নেতাদের সঙ্গে সংলাপে অংশ নেন তারা।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চ মাসে চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপিসহ সাতটি রাজনৈতিক দলের একটি প্রতিনিধিদল চীন সফর করেছিল। ওই সময় বিএনপির পক্ষে নেতৃত্ব দেন ড. আবদুল মঈন খান।

Manual3 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code