প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

পেনাল্টি খাওয়ায় লকার রুমে মেজাজ হারিয়ে কি বলেছিলেন জাবি

editor
প্রকাশিত জুন ১৯, ২০২৫, ০৬:৫১ পূর্বাহ্ণ
পেনাল্টি খাওয়ায় লকার রুমে মেজাজ হারিয়ে কি বলেছিলেন জাবি

Manual6 Ad Code

স্পোর্টস ডেস্ক:
ততক্ষণে রিয়াল মাদ্রিদের নিয়ন্ত্রণে ম্যাচ। আক্রমণের ধারও বাড়ছে। এমন সময় বড় ভুল করে বসেন রাউল অ্যাসেনসিও। বল দেওয়া-নেওয়া করে ডিবক্সে ঢোকা মার্কোস লিওনার্দোকে পেছন থেকে টেনে ফেলে দেন। রেফারি বাজান পেনাল্টির বাঁশি। আল-হিলালের পক্ষে রুবেন নাভেস ভুল করেননি। সেখানেই মূলত ম্যাচটা খুইয়ে বসে রিয়াল। যা নিয়ে মোটেও খুশি নন জাবি আলনসো।

রিয়ালের ডাগ আউটে প্রথমবার থাকাটা মোটাদাগে সুখকর হয়নি ওই পেনাল্টির কারণেই। প্রথমার্ধে বাজে ট্যাকেল করে পেনাল্টি খেয়েছে রিয়াল, পরে পেনাল্টি পেয়েও আনতে পারেনি জয়সূচক গোল। ক্লাব বিশ্বকাপে তাতেই সৌদি ক্লাবের বিপক্ষে লস ব্লাঙ্কোসরা পেয়েছে হোঁচট। পেনাল্টির এই বিষয়টি ভালো লাগেনি স্প্যানিশ কোচ জাবির। প্রথমার্ধ শেষেই রাগ ঝেড়েছেন।

রাউল, আমি তোমাকে উদ্দেশ্য করে বলছি না, এমনকি এটা পেনাল্টি দেওয়ার জন্য শাস্তিও না। কিন্তু দ্বিতীয়ার্ধে এসব ভুল দেখতে চাই না।

Manual3 Ad Code

প্রথমার্ধের খেলা শেষে খেলোয়াড়রা যখন লকার রুমে আসে তখন মেজাজ হারান জাবি। খেলোয়াড়দের উদ্দেশ্যে কড়া বার্তা দিতে থাকেন। ডিবক্সে প্রতিপক্ষের খেলোয়াড়কে বাজে ট্যাকল করায় রাউলকে তখনই শাস্তি শোনান। কোচ জাবি বলেন, ‘রাউল, আমি তোমাকে উদ্দেশ্য করে বলছি না, এমনকি এটা পেনাল্টি দেওয়ার জন্য শাস্তিও না। কিন্তু দ্বিতীয়ার্ধে এসব ভুল দেখতে চাই না।’ দ্বিতীয়ার্ধে রাউলকে বেঞ্চে বসিয়ে দেন জাভি। তার জায়গায় নামেন আদ্রা গুলার।

Manual4 Ad Code

অবশ্য পেনাল্টিতেই সব মাটি হয়েছে। এক পেনাল্টিতে ম্যাচ খুইয়েছে, অন্যটিতে হেরেছে রিয়াল। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে যোগ করা সময়ে পেনাল্টি পায় রিয়াল। ফ্রান গার্সিয়ার মুখে হাত লাগায় মোহাম্মদ আল কাহতানির। তাতেই রেফারি দেন পেনাল্টি। কিন্তু ফেদেরিকো ভালভার্দের শট ঠেকিয়ে দেন ইয়াসিন বনো। এই সেভেই ম্যাচে এক পয়েন্ট নিশ্চিত করে আল-হিলাল। হতাশায় ডোবে রিয়াল।

ক্লাব বিশ্বকাপে এমন হোঁচটের পর রিয়ালের নতুন কোচ বলেছেন, প্রস্তুতির যথেষ্ট সময় পাননি। গত ২৫ মে আনুষ্ঠানিকভাবে রিয়ালের কোচ হন জাবি, ৯ জুন প্রথমবার অনুশীলন করান। শিষ্যদের এত কম সময় কাছ থেকে দেখতে পারার বিষয়টিকেই সামনে এনেছেন জাবি, ‘জানতাম যে সময় লাগবে। কিছু ব্যাপার বদলাতে হবে। সেই ব্যাপারগুলো ঠিক অবশ্যই করতেই হবে। সেভাবে চেষ্টা করব। সময় দরকার। আমাদের হাতে মাত্র ৯ দিন ছিল।’

Manual8 Ad Code

আল-হিলালের বিপক্ষে ম্যাচ ড্র হলেও ইতিবাচক দিকও খুঁজে পেয়েছেন আলনসো। সতীর্থদের সাহস জুগিয়েছেন। নিজের আরও ভালো শুরু হতে না পারার আক্ষেপও নেই তার।

Manual8 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code