প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ক্লাব বিশ্বকাপে পাচুকাকে হারিয়ে আলোনসোর প্রথম জয় রিয়ালের

editor
প্রকাশিত জুন ২৩, ২০২৫, ০৫:৪৯ পূর্বাহ্ণ
ক্লাব বিশ্বকাপে পাচুকাকে হারিয়ে আলোনসোর প্রথম জয় রিয়ালের

Manual6 Ad Code

স্পোর্টস ডেস্ক:
ফিফা ক্লাব বিশ্বকাপে জয় দিয়ে জয়ের পথে ফিরেছে রিয়াল মাদ্রিদ। সৌদি ক্লাব আল হিলালের সঙ্গে ১-১ গোলে ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর ক্লাব পাচুকাকে ৩-১ ব্যবধানে হারিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। এই জয়ের মধ্য দিয়ে গ্রুপের শীর্ষস্থানও দখল করেছে তারা। একইসঙ্গে রিয়ালের কোচ হিসেবে প্রথম জয় উদযাপন করলেন জাবি আলোনসো।

Manual4 Ad Code

বাংলাদেশ সময় সোমবার (২৩ জুন) রাতে অনুষ্ঠিত ম্যাচে অসুস্থতার কারণে ছিলেন না ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। ফলে আক্রমণের নেতৃত্বে ছিলেন গঞ্জালো গার্সিয়া, ভিনিসিউস জুনিয়র ও ফেদেরিকো ভালভার্দে। ডিফেন্সেও সমস্যা ছিল; ইনজুরির কারণে খেলতে পারেননি রুডিগার ও মিলিতাও।

Manual4 Ad Code

ম্যাচের সপ্তম মিনিটেই ধাক্কা খায় রিয়াল। তরুণ ডিফেন্ডার রাউল অ্যাসেন্সিও সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ফলে প্রায় পুরো ম্যাচ ১০ জন নিয়ে খেলতে হয় রিয়ালকে। তবে প্রতিপক্ষের চাপ সামলিয়ে এগিয়ে যেতে সময় নেয়নি তারা।

৩৫তম মিনিটে জুড বেলিংহ্যামের গোলে লিড নেয় রিয়াল। বিরতির আগ মুহূর্তে ব্যবধান দ্বিগুণ করেন তুর্কি মিডফিল্ডার আর্দা গুলের। গার্সিয়ার পাস থেকে ৪৩তম মিনিটে দ্বিতীয় গোলটি করেন তিনি।

Manual2 Ad Code

দ্বিতীয়ার্ধে কিছু বদলি খেলোয়াড় নামান কোচ আলোনসো। এর ফলও মেলে দ্রুত। ৭০তম মিনিটে তৃতীয় গোলটি করেন ভালভার্দে। যদিও ৮০তম মিনিটে একটি গোল শোধ করে পাচুকা, তবে সেটা তাদের হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।

পরিসংখ্যানে দেখা যায়, ম্যাচে বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল পাচুকা। তারা রিয়ালের বিপক্ষে ২৫টি শট নেয়, যেখানে রিয়াল নেয় মাত্র ৮টি। তা সত্ত্বেও গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে ম্যাচ থেকে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোসরা।

Manual4 Ad Code

এই জয়ে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে রিয়াল। সমান ম্যাচে ৪ পয়েন্ট পেয়েছে অস্ট্রিয়ান ক্লাব সালজবার্গও, তবে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তাদের অবস্থান দ্বিতীয়। আল হিলাল ২ পয়েন্ট নিয়ে তৃতীয় এবং পাচুকা মাত্র ১ পয়েন্ট নিয়ে রয়েছে চতুর্থ স্থানে।

এদিকে ‘জি’ গ্রুপের আরেক ম্যাচে ওয়াইদাদ কাসাব্লাঙ্কাকে ৪-১ গোলে হারিয়েছে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস। ম্যাচে জোড়া গোল করেন তরুণ ফরোয়ার্ড কেনান ইয়েলদিজ। ভ্লাহোভিচ একটি এবং আরেকটি আত্মঘাতী গোলের সুবাদে বড় জয় পায় তুরিনের ক্লাবটি।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code