প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

দণ্ড মওকুফ করে যাবজ্জীবনের ২৯ জনকে মুক্তি

editor
প্রকাশিত জুলাই ১৩, ২০২৫, ০৮:০৪ পূর্বাহ্ণ
দণ্ড মওকুফ করে যাবজ্জীবনের ২৯ জনকে মুক্তি

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
রোববার (১৩ জুলাই) সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কারাগারে আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি যাদের সাজা রেয়াতসহ ২০ বছর অতিক্রান্ত হয়েছে, তাদের মধ্যে আরো ২৯ জন বন্দিকে সদাশয় সরকার কারা বিধি ৫৬৯ মোতাবেক ফৌজদারী কার্য বিধি ৪০১(১) এর প্রদত্ত ক্ষমতা বলে অবশিষ্ট সাজা মওকুফ করে মুক্তি প্রদানের আদেশ প্রদান করেছেন।’ তবে কারা মুক্তি পেয়েছেন, তাদের পরিচয় জানানো হয়নি।

Manual4 Ad Code

কারা আইনের ৫৬৯ ধারায় বলা হয়েছে, ১৯৯০ সালের ৭ ডিসেম্বর এর পূর্বে বা পরে যেসব বন্দির সাজা সশ্রম বা যাবজ্জীবন হিসাবে প্রদান করা হয়েছে, তাদের সাজার মেয়াদ রেয়াতসহ যথাক্রমে ১৪ বছর এবং ২০ বছর অতিবাহিত হওয়ার পর সম্ভাব্য মুক্তির ২ মাস বা ৩ মাস আগে কারা মহাপরিদর্শকের মাধ্যমে সরকারের কাছে সাজা মওকুফের আবেদন করা যাবে।

দণ্ডবিধি ও ফৌজদারি কার্যবিধির আওতায় যাবজ্জীবনের সাজা হয় ৩০ বছর। এবছর সাজা মওকুফ করে সবমিলে ১০৭ জনকে মুক্তি দেওয়ার তথ্য দিয়েছে কারা অধিদপ্তর।

Manual2 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code