প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ম্যাক্সওয়েল-ফিলিপসকে আটকে ফাইনালের নায়ক ২২ বছরের উগারকার

editor
প্রকাশিত জুলাই ১৪, ২০২৫, ০৭:১৭ পূর্বাহ্ণ
ম্যাক্সওয়েল-ফিলিপসকে আটকে ফাইনালের নায়ক ২২ বছরের উগারকার

Manual3 Ad Code

স্পোর্টস ডেস্ক:
শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ১২ রান। ক্রিজে দুই মারকুটে ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল ও গ্লেন ফিলিপস। এমন দুই ব্যাটারের বিপক্ষে স্বাভাবিকভাবেই চাপ থাকবেন বোলার। তবে সেই চাপ সামলে অসাধারণ এক ওভার করেন ২২ বছর বয়সী রুশিল উগারকার। এতেই শিরোপা নিজেদের করে নেয় এমআই নিউ ইয়র্ক।

সোমবার (১৪ জুলাই) ডালাসে বাংলাদেশ সময় সকালে মেজর লিগ ক্রিকেটের ফাইনালে উগারকারের শেষ ওভারের দারুণ বোলিংয়ে ৫ রানে জেতে এমআই নিউ ইয়র্ক। ১৮১ রানের লক্ষ্যে ১৭৫ রানের বেশি করতে পারেনি গত আসরের চ্যাম্পিয়ন ওয়াশিংটন।

ফাইনালের শেষ ওভারের প্রথম ৩ বলে ২ রান দেন উগারকার। ৩ বলে ১০ রানের সমীকরণ দাঁড়ায়। ম্যাক্সওয়েলের ছক্কার খোঁজে সীমানা পার করতে গিয়ে ধরা পড়ে যান ডিপ মিড উইকেটে।

Manual2 Ad Code

নতুন ব্যাটার ওবাস পিয়েনার পঞ্চম বল ডট দিলে পরে শেষ বলে বাউন্ডারি হজম করলেও যুক্তরাষ্ট্রের তরুণ পেসারকে মধ্যমণি করে শিরোপা উদযাপন শুরু করে নিকোলাস পুরানের নেতৃত্বাধীন দল।

Manual4 Ad Code

চলতি বছর বিভিন্ন টি-টোয়েন্টি টুর্নামেন্ট মিলিয়ে এমআই ফ্র্যাঞ্চাইজির এটি তৃতীয় শিরোপা। এর আগে এসএ টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়ন হয় এমআই কেপটাউন। আর উইমেন’স প্রিমিয়ার লিগের ট্রফি ঘরে তোলে মুম্বাই ইন্ডিয়ান্স।

ফাইনালে টস হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৭২ রান যোগ করেন কুইন্টন ডি কক ও মোনাঙ্ক প্যাটেল। ২২ বলে ২৮ রান করে ফেরেন মোনাঙ্ক। ডি ককের ব্যাট থেকে আসে ৬ চার ও ৪ ছক্কায় ৪৬ বলে ৭৭ রান। শেষ দিকে কুনওয়ারজিত সিংয়ের ১৩ বলে ২২ রানের সৌজন্যে ১৮০ রানে পৌঁছায় নিউ ইয়র্ক। লকি ফার্গুসন নেন ৩ উইকেট।

Manual1 Ad Code

১৮১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া ধাক্কা খায় ওয়াশিংটন। প্রথম ওভারে দারুণ ছন্দে থাকা মিচেল ওয়েন ও আন্দ্রেস গাউসকে ফেরান ট্রেন্ট বোল্ট। এরপর ৮৪ রানের জুটিতে শুরুর চাপ সামাল দেন রাচিন রবীন্দ্র ও জেইক এডওয়ার্ডস।

২ চার ও ২ ছক্কায় ২২ বলে ৩৩ রান করে ফেরেন এডওয়ার্ডস। তবে মাত্র ২৪ বলে ফিফটি তুলে নেন রবীন্দ্র। আউট হওয়ার আগে ৪১ বলে ৭০ রান করে তিনি। ৮ চারের সঙ্গে মারেন ২টি ছক্কা। পরে দায়িত্ব নেন ম্যাক্সওয়েল ও ফিলিপস। তবে শেষ পর্যন্ত ৫ রানের হার মানতে হয়ে ওয়াশিংটনকে।

Manual3 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code