প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ভারতীয় রুপি নিয়ে আসতে ধরা খেলেন কামাল

editor
প্রকাশিত জুলাই ১৯, ২০২৫, ১২:৫০ অপরাহ্ণ
ভারতীয় রুপি নিয়ে আসতে ধরা খেলেন কামাল

Manual3 Ad Code

সুনামগঞ্জ সংবাদদাতা:
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত থেকে ২০ হাজার ২০০ ভারতীয় রুপিসহ এক বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে লাউরেরগড় বিওপির অধীন বিজিবির একটি টহল দল তাকে আটক করে। বিজিবির ভাষ্য, কামাল হোসেন অবৈধভাবে ভারতে প্রবেশ করে ভারতীয় রুপি নিয়ে দেশে ফিরছিলেন।

Manual1 Ad Code

আটককৃত ব্যক্তি উপজেলার গাঘাটিয়া গ্রামের মৃত লেচু মিয়ার ছেলে মো. কামাল হোসেন (৪৫) ।

Manual5 Ad Code

বিজিবি জানায়, সীমান্ত পিলার ১২০৪-এমপি থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দশগড় নামক স্থানে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করা হয়। তাঁর কাছ থেকে ভারতীয় মুদ্রা জব্দ করা হয়েছে।

Manual3 Ad Code

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, ‘আটককৃতকে ভারতীয় রুপিসহ তাহিরপুর থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code