প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেটে কোটি টাকার চোরাই পণ্য জব্দ, পাওয়া গেল যা

editor
প্রকাশিত আগস্ট ৬, ২০২৫, ০১:০০ অপরাহ্ণ
সিলেটে কোটি টাকার চোরাই পণ্য জব্দ, পাওয়া গেল যা

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর বিশেষ অভিযানে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ১৫ লক্ষ টাকার ভারতীয় চোরাই মালামাল জব্দ করা হয়েছে।

Manual2 Ad Code

বুধবার (৬ আগস্ট) দিবাগত রাত সিলেটের সীমান্ত এলাকা দমদমিয়া, সংগ্রাম, বিছনাকান্দি, প্রতাপপুর, পান্থুমাই, সোনালীচেলাসহ বাংলাবাজার বিওপি এলাকায় পরিচালিত একাধিক অভিযানে এসব পণ্য জব্দ করা হয় বলে নিশ্চিত করা হয় ।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে- ভারতীয় সানগ্লাস, বিভিন্ন প্রকার ইনজেকশন, গরু, ফুচকা, বাঁধাকপি, মেহেদী, কিটক্যাট চকলেট, বাংলাদেশ থেকে পাচারের সময় ধরা পড়া শিং মাছ এবং অবৈধভাবে উত্তোলন করা পাথরবাহী নৌকা। এসব পণ্যের মোট মূল্য ১ কোটি ১৫ লাখ ৫২ হাজার ৭২৫ টাকা।

৪৮-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মো. নাজমুল হক জানান, ‘সীমান্তে নিরাপত্তা নিশ্চিতকরণ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে এই সফল অভিযান পরিচালনা করা হয়। তিনি আরও জানান, আটককৃত পণ্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Manual6 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code