প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেটে দলবেঁধে বিজিবির উপর হামলা : আটক ১ চোরাকারবারী, উদ্ধার ২ কোটি টাকার গরু

editor
প্রকাশিত আগস্ট ৭, ২০২৫, ০৮:৩৯ পূর্বাহ্ণ
সিলেটে দলবেঁধে বিজিবির উপর হামলা : আটক ১ চোরাকারবারী, উদ্ধার ২ কোটি টাকার গরু

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট সীমান্তে অভিযানকালে বিজিবি সদস্যদের উপর দলবেঁধে হামলা চালিয়েছে চোরাকারবারীরা। এতে এক সদস্য আহত হয়েছেন। পরে বিজিবি র‌্যাব ও পুলিশের সহযোগিতায় অভিযান চালয়ে একজনকে আটক করে।

Manual2 Ad Code

আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) ও গতকাল বুধবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সীমান্তবর্তী বাংলাবাজার, লাফার্জ ও উৎমা বিওপি এলাকায় এই অভিযান চালানো হয়। এসময় জব্দ করা হয় প্রায় ২ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় গরু ও মহিষ।

বিজিবি জানায়, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, লাফার্জ এবং উৎমা বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে দুটি গ্রুপে বিপুল পরিমানে ভারতীয় মহিষ এবং গরু আটক করে। এসময় চোরাকারবারীর একটি সংঘবন্ধ দল বিজিবি টহলদলের উপর অতর্কিতভাবে হামলা চালায়। এতে এক বিজিবি সদস্য আহত হনে। পরে র‍্যাব, পুলিশ ও বিজিবির সমন্বয়ে সাঁড়াশি অভিযান চালিয়ে বিজিবির উপর হামলায় জড়িত ১ চোরাকারবারীকে আটক করা হয়।

Manual2 Ad Code

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, “উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে অব্যাহত রয়েছে।” এই ধারাবাহিকতা বজায় রেখে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ গবাদিপশু জব্দ করা সম্ভব হয়েছে।

Manual4 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code