প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

নাইজেরিয়ায় ভয়াবহ হামলায় সেনাসদস্যসহ নিহত ৫৫

editor
প্রকাশিত সেপ্টেম্বর ৭, ২০২৫, ০৭:০৫ পূর্বাহ্ণ
নাইজেরিয়ায় ভয়াবহ হামলায় সেনাসদস্যসহ নিহত ৫৫

Manual7 Ad Code

নিউজ ডেস্ক:
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোরনো প্রদেশের একটি গ্রামে সন্দেহভাজন বোকো হারাম জঙ্গিদের হামলায় অন্তত ৫৫ জন নিহত হয়েছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে ক্যামেরুন সীমান্তের কাছে দারুল জামা গ্রামে এ হামলা হয়। খবর আল জাজিরার।

গ্রামবাসীদের বরাতে জানা যায়, মোটরসাইকেলে আসা বোকো হারামের সদস্যরা নির্বিচারে গুলি চালায় এবং ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয়। মৃতের সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে। সরকার-সমর্থিত মিলিশিয়ার কমান্ডার বাবাগানা ইব্রাহিম এএফপিকে বলেন, হামলায় ছয় সেনাসদস্যসহ ৫৫ জন নিহত হয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক দারুল জামার এক স্থানীয় নেতা রয়টার্সকে জানান, শনিবার সকাল পর্যন্ত অন্তত ৭০টি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আরও অনেকেই নিখোঁজ রয়েছেন। তিনি বলেন, ‘তারা ঘরে ঘরে গিয়ে পুরুষদের হত্যা করেছে এবং নারীদের ছেড়ে দিয়েছে। প্রায় প্রতিটি পরিবারই ক্ষতিগ্রস্ত হয়েছে।’ তার দাবি, জঙ্গিরা অন্তত ২০টি ঘরবাড়ি ও ১০টি বাস ধ্বংস করেছে।

Manual8 Ad Code

এদিকে, সাম্প্রতিক মাসগুলোতে নাইজেরিয়ার সেনাবাহিনী বোরনো রাজ্যে বোকো হারাম ও তাদের সহযোগী আইএসআইএল (আইএসআইএস)-এর শাখা আইএসডব্লিউএপি জঙ্গিদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। নিরাপত্তা সূত্রের বরাতে এএফপি জানায়, এই অঞ্চলের নিয়ন্ত্রণ বোকো হারামের কমান্ডার আলি এনগুল্ডের হাতে রয়েছে বলে ধারণা করা হয়, এবং তিনিই এই হামলার নেতৃত্ব দিয়েছেন।

Manual3 Ad Code

দারুল জামার বাসিন্দা বাবাগানা মালা, যিনি সেনাদের সঙ্গে পালিয়ে ৪৬ কিলোমিটার দূরের বামা শহরে গিয়েছেন, জানান তিন দিন আগে থেকেই গ্রামে জঙ্গিদের জড়ো হওয়ার তথ্য সেনাদের দেওয়া হয়েছিল। কিন্তু অতিরিক্ত কোনো সেনা পাঠানো হয়নি। তার ভাষায়, ‘তারা সেনাদের পরাস্ত করেছিল, যারা পরে আমাদের সঙ্গে বামা শহরে পালিয়ে আসে।’ অনেক ভুক্তভোগী ছিলেন বামার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বাস্তুচ্যুত ক্যাম্পের বাসিন্দা, যা চলতি বছর কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছিল।
সূত্র: আল জাজিরা

Manual1 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code