প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেটে মুনতাহা হত্যা কাণ্ড : চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ

editor
প্রকাশিত নভেম্বর ১০, ২০২৪, ১১:৩৫ পূর্বাহ্ণ
সিলেটে মুনতাহা হত্যা কাণ্ড : চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ

Manual3 Ad Code

কানাইঘাট সংবাদদাতা:
সিলেটের কানাইঘাটে আলোচিত শিশু মুনতাহা হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। আটক চারজনের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী বলে জানায় পুলিশ। এর মধ্যে একজন হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার স্বীকারোক্তি দিয়েছেন।
তবে তদন্তের স্বার্থে আটককৃতদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি।

Manual5 Ad Code

রবিবার (১০ নভেম্বর) বিকালে এসব কথা জানান, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান।

পুলিশ সুপার জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড করা হয়েছে। আটক চারজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শিক্ষকতা থেকে অব্যাহতি দেওয়ায় ক্ষোভ থেকে এ ঘটনা ঘটতে পারে এটি একটি কারণ। আরোও কারণ থাকতে পারে, সটি আমরা তদন্ত করছি। আর কারো সম্পৃক্ততার আছে কি না জিজ্ঞাসাবাদে উঠে আসবে।

Manual4 Ad Code

নিখোঁজের আটদিন পর অপহৃত শিশু মুনতাহা মরদেহ পাওয়া যায় বাড়ির পাশে। হত্যার পর বাড়ির পাশে পরিত্যক্ত ডোবা থেকে লাশ সরানোর সময় প্রতিবেশী নারীকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা।

Manual2 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code