প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

হবিগঞ্জ দিয়ে ভারতে যাচ্ছিলেন ৬জন, ধরলো বিজিবি

editor
প্রকাশিত সেপ্টেম্বর ২০, ২০২৫, ১২:০৩ অপরাহ্ণ
হবিগঞ্জ দিয়ে ভারতে যাচ্ছিলেন ৬জন, ধরলো বিজিবি

Manual6 Ad Code

হবিগঞ্জ সংবাদদাতা:
হবিগঞ্জের চুনারুঘাটের কালেংগা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৬ বাংলাদেশিকে আটক করেছে বোর্ডার গার্ড বাংলাদেশ ৫৫-বিজিবি।

Manual1 Ad Code

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় কালেঙ্গা বিওপির টহলদল জাম্বুরাছড়া এলাকা থেকে তাদের আটক করে।

আটককৃতরা হলেন- শান্ত সরকার (২০), নিরেশ সরকার (৩৫), জগদীশ সরকার (২৭), মিন্টু সরকার (২৫), রনি চৌধুরী (২৮) ও সুধাংশ সরকার (২২)। তাদের সবার বাড়ি নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি থানার বোয়াইল গ্রামে।

Manual1 Ad Code

৫৫-বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান বলেন, ‘সীমান্ত সুরক্ষায় বিজিবি বদ্ধপরিকর। আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে শ্রীমঙ্গল থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃতরা জানান, শ্রীমঙ্গলের জাম্বুরাছড়া এলাকার মানবপাচারকারী চক্রের সদস্য তৌফিক, মিলন ও হাকিম প্রতিজনকে ১০ হাজার টাকার বিনিময়ে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পৌঁছে দেওয়ার প্রলোভন দেখায়। সেই প্রলোভনে পড়ে তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন।’

Manual3 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code