প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বিয়ানীবাজারে শিশু ধর্ষণের ঘটনা নিয়ে অপপ্রচার, যে আহ্বান জানাল ‍পুলিশ

editor
প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০২৫, ০১:২২ অপরাহ্ণ
বিয়ানীবাজারে শিশু ধর্ষণের ঘটনা নিয়ে অপপ্রচার, যে আহ্বান জানাল ‍পুলিশ

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজরে শিশু ধর্ষণের ঘটনায় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা বিভ্রান্তিমূলক অপপ্রচার চালানো হচ্ছে। এসব অপপ্রচারে বিভ্রন্ত না হয়ে সহযোগীতার আহ্বান জানিয়েছে পুলিশ। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকালে সিলেট জেলা পুলিশের গণমাধ্যম কর্মকর্তা ও এএসপি (ডিএসবি) মো. সম্রাট তালুকদার এ আহ্বান জানান।

তিনি জানান, গত ১২ সেপ্টেম্বর দুপুর দেড়টার দিকে বিয়ানীবাজার থানার লাউতা ইউনিয়নে কালিবাড়িবাজারের বাবু টেইলার্সের ভেতরে ১২ বছরের এক শিশু ধর্ষণের অভিযোগে তার পিতা ১৯ সেপ্টেম্বর নারী নির্যাতন দমন আইনে বিয়ানীবাজার থানায় একটি অভিযোগ দায়ের করেন। এতে অভিযুক্ত করা হয় লাউতা ইউনিয়নের বাসিন্দা এবং কালিবাড়িবাজার এলাকায় দীর্ঘদিন ধরে একটি টেইলার্সের দোকান পরিচালক নবদ্বীপ বৈদ্য (৫৫)। এরপর ভিকটিমের জবানবন্দী আদালতে রেকর্ড করা হয়েছে।

Manual3 Ad Code

তবে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মহল ব্যাপক অপপ্রচার চালাচ্ছে। তাদের এসব অপপ্রচারে সাধারণ মানুষ বিভ্রান্ত হতে পারেন।

তবে এএসপি সম্রাট তালুকদারের আহ্বান, এসব অপপ্রচারে কেউ বিভ্রান্ত হবেন না। পুলিশ এ ব্যাপারে যথেষ্ট তৎপর রয়েছে। মামলা দায়েরের পর থেকেই অভিযান চলছে। তিনি অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে বরং অভিযুক্তকে আইনের আওতায় নিয়ে আসার ব্যাপারে সার্বিক সহযোগীতা করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

Manual1 Ad Code

সূত্র জানায়, বিভিন্ন ফেসবুক পেজ ও আইডি থেকে একটি মহল নানা অপপ্রচার চালিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে চাইছে। পুলিশ আসামী গ্রেফতারে জোর তৎপরতা চালাচ্ছে।

Manual3 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code