প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

হবিগঞ্জে আটক সিলেটের ৫ জন, বটেশ্বরে আল আমিন

editor
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০৬:৩৮ পূর্বাহ্ণ
হবিগঞ্জে আটক সিলেটের ৫ জন, বটেশ্বরে আল আমিন

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের বটেশ্বর ও হবিগঞ্জের লস্করপুরে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে র‌্যাব ও পুলিশ। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার (এসএমপি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, শনিবার রাত ১২টা ২০ মিনিটের সময় শাহপরাণ (রহ.) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল বটেশ্বর এলাকায় অভিযান চালিয়ে ৯১ হাজার ৬৮০ টাকার ভারতীয় চকলেটসহ আল আমিন (২৫) নামের এক যুবককে আটক করে।

Manual5 Ad Code

আটক আল আমিন গাজীপুর জেলার টঙ্গি পূর্ব থানার উত্তর আরিচপুর স্টেশনরোডের মহসিন মিয়ার ছেলে।

এদিকে, শুক্রবার রাত ১০টার দিকে হবিগঞ্জ জেলার লস্করপুরে দুটি পিকআপকে থামার সংকেত দেয় র‌্যাব। এসময় পিকআপ থেকে চালকসহ ৫ জন পিকআপ দুটি থেকে নেমে পালানোর চেষ্টা করলে র‌্যাব তাদেরকে আটক করে। পরে পিকআপের ভেতর থেকে ভারতীয় জিরা, বিস্কুট ও চকলেট জব্দ করা হয়।

Manual1 Ad Code

এসময় আটক করা হয় ওই ৫ ব্যক্তিকে। আটককৃতরা হলেন- সিলেট জেলার গোয়াইনঘাট থানার পশ্চিম কালিনগরের মো. আনোয়ার খানের ছেলে মাসুম খান (২৫), খাগড়া গ্রামের মো. ফরিদ উদ্দিনের ছেলে মো.শাকিল আহমেদ (১৯), গোয়াইনঘাট গ্রামের মৃত মো. মুহিবুর রহমানের ছেলে আলমগীর হোসেন (২১), লামাকুটা পাড়া গ্রামের মো. জামাল উদ্দিনের ছেলে আলী আকবর আহম্মদ (১৯) ও একই গ্রামের মো. তুষার আহমদের ছেলে ইমন হাসান (২২)।

Manual7 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code