প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বলিউড অভিনেতা গোবিন্দের পরকিয়া সম্পর্কের গুঞ্জন, স্ত্রী সুনীতার খণ্ডন

editor
প্রকাশিত অক্টোবর ১, ২০২৫, ০৭:২১ পূর্বাহ্ণ
বলিউড অভিনেতা গোবিন্দের পরকিয়া সম্পর্কের গুঞ্জন, স্ত্রী সুনীতার খণ্ডন

Manual2 Ad Code

বিনোদন ডেস্ক:
বলিউডের হাস্যরসের প্রতিভা ও নাচ-গানের জন্য জনপ্রিয় অভিনেতা গোবিন্দ আবারও সমালোচনার মুখে— এবার ব্যক্তিগত জীবনের গুঞ্জনকে ঘিরে। টানা ৩৭ বছরের দাম্পত্যে স্ত্রী সুনীতা আহুজার সঙ্গে সংসার করে তিনিও সুখে-দুঃখে রেখেছেন দুই সন্তান; তবু হঠাৎই ঘনিয়েছে পরকীয়া প্রেমের অভিযোগ। তবে এসব দাবি সম্পূর্ণ মিথ্যে বলে স্পষ্ট করে দিয়েছেন সুনীতা।

Manual8 Ad Code

বহু ভারতীয় সংবাদমাধ্যমে ‘সংসার ভাঙার’ খবর ছড়ানোর পর সুনীতা নানা বার প্রতিক্রিয়া দিয়েছেন- সম্প্রতি আবারও নিজের ব্লগে বিষয়টি নিয়ে বিস্তার করলেন তিনি। সেখানে তিনি বিস্তারিতভাবে বলেছেন, এসব গুঞ্জন কিভাবে তার ওপর প্রভাব ফেলছে এবং গোবিন্দের সম্পর্কে প্রচারিত নানা কেলেঙ্কারি সম্পর্কে তার নিজের অবস্থান কী।

সুনীতা জানিয়েছেন, ‘সমস্যা হলো – গোবিন্দের পরিবারের এমন কিছু মানুষ আছেন যারা চাইছেন না আমরা একসাথে থাকি। তারা ভাবেন, আমাদের পরিবার এত সুখী কেন; বিশেষ করে তাদের স্ত্রি ও সন্তানের মৃত্যুর পর থেকে তারা এ রকম মনোভাব পোষণ করছে।’ তিনি বলেন, ‘গোবিন্দ যদি খারাপ মানুষের সঙ্গে মেশে, তা হলে তার স্বভাব বদলে যেতে পারে। আমি সবসময়ই বলি, খারাপ সঙ্গ নির্বাচন করলে তুমিও খারাপ হয়ে যাবে।’ তিনি আরও যোগ করেছেন যে তার বন্ধু-বান্ধব নেই; তার সন্তানরাই তার সবচেয়ে বড় সপোর্ট।

চমকদায়ক এক বিষয় সুনীতা জানিয়েছেন যে, তিনি এবং গোবিন্দ গত ১৫ বছর ধরে আলাদা থাকছেন। তবু ‘মাঝে-মাঝে’ গোবিন্দ বাড়িতে আসেন। সুনীতা বলেন, ‘যে পুরুষ ভালো মহিলাকে কষ্ট দেয়, সে কখনও সুখী হতে পারে না; সে সবসময় অশান্তির মধ্যে থাকবে।’

Manual7 Ad Code

সুনীতা তার ব্লগে আরও বলেছে, ‘আমি শৈশব থেকেই তাকে সবকিছু দিয়েছি; আজও আমি তাকে অনেক ভালোবাসি। হ্যাঁ, এসব গুঞ্জন আমাকে আঘাত করে, কিন্তু আমি শক্ত। কারণ আমার পাশে আমার সন্তানরা আছেন।’

মারাঠি এক তরুণ অভিনেত্রীর সঙ্গে গোবিন্দের পরকীয়ার গুঞ্জনও ছড়িয়েছে। ওই অভিনেত্রীর নাম প্রকাশ্যে আসেনি। এ প্রসঙ্গে সুনীতা বলেন, ‘এই সময়ে অনেক মেয়ে যারা স্ট্রাগল করে, তাদের পেছনে ‘সুগার ড্যাডি’ ধারণাও থাকতে পারে। কিছু মেয়ে এভাবেই সংসার চালানোর চেষ্টা করে। যতক্ষণ পর্যন্ত আমার হাতে প্রমাণ নেই, ততক্ষণ ঠিক আছে। কিন্তু প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেব।’ তিনি নানাভাবে বক্তব্যের গুরুত্ব আরোপ করে বলেছেন যে অপপ্রচার ছড়িয়ে মানুষের ক্ষতি করা উচিত নয়।

Manual2 Ad Code

সুনীতা আহুজা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে গোবিন্দ-সুনীতা দাম্পত্য সম্পর্কে যে গুঞ্জন ছড়ানো হচ্ছে, তাতে ভিত্তি নেই, এবং তিনি এসব মিথ্যা অভিযোগের বিরুদ্ধে লড়াই করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ।

Manual8 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code