প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সঞ্জয়ের সঙ্গে মাধুরীর প্রেম ভাঙার নেপথ্যে ছিল যে কারণ

editor
প্রকাশিত অক্টোবর ৫, ২০২৫, ০৬:০৩ পূর্বাহ্ণ
সঞ্জয়ের সঙ্গে মাধুরীর প্রেম ভাঙার নেপথ্যে ছিল যে কারণ

Manual1 Ad Code

বিনোদন ডেস্ক :
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত ও অভিনেতা সঞ্জয় দত্তের প্রেম একসময় বলিপাড়ায় মূল আলোচনার বিষয় ছিল। এ তারকা জুটির সম্পর্কের গুঞ্জন শুরু হয় ‘সাজান’ সিনেমার শুটিং থেকে। সেই সময় ১৯৯৩ সালে মুম্বাই বিস্ফোরণ মামলার সঙ্গে সঞ্জয়ের নাম জড়িয়ে গেলে তাদের সম্পর্ক ভেঙে যায়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সাংবাদিক হানিফ জাভেরি সেই সম্পর্কের নেপথ্যের কারণ তুলে ধরেন।

Manual3 Ad Code

জাভেরি বলেন, সঞ্জয়ের গ্রেফতারের পর অভিনেত্রী মাধুরী সচেতনভাবে তার কাছ থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করেন। সঞ্জয় যখন জামিনে মুক্তি পান, তখন তাদের একটি সিনেমার প্রযোজক, তাদের দুজনকে একসঙ্গে জনসমক্ষে আনার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেন। কিন্তু মাধুরীর আচরণে স্পষ্ট ছিল যে, তিনি আর সঞ্জয়ের সঙ্গে তার নাম জড়াতে চান না।

Manual7 Ad Code

এ সাংবাদিক বলেন, আমি লক্ষ্য করলাম— ফটোগ্রাফাররা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। কারণ তারা ওই ঘটনার পর মাধুরী ও সঞ্জয়ের একসঙ্গে প্রথম ছবিটি নিতে চেয়েছিলেন। কিন্তু মঞ্চে না গিয়ে মাধুরী এবং তার সঙ্গে থাকা অন্য কয়েকজন অনুষ্ঠানটি ছেড়ে দ্রুত বেরিয়ে যান। এর থেকে স্পষ্ট হয় যে, মাধুরী আর সঞ্জয়ের সঙ্গে ছবি তুলতে চাননি।

Manual2 Ad Code

জাভেরি বলেন, এই দূরত্বের কারণ ছিল— সঞ্জয়ের মামলার জটিলতা। মাধুরী ভয় পেয়েছিলেন যে তাকেও এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে কিংবা কোনোভাবে ফাঁসানো হতে পারে, যা তার ক্যারিয়ারের জন্য মারাত্মক ক্ষতি হতে পারে।

Manual4 Ad Code

তিনি বলেন, মাধুরী তার পেশাদার জীবনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছিলেন এবং সঞ্জয়ের থেকে নিজেকে পুরোপুরি দূরে সরিয়ে নিয়েছিলেন। এ ঘটনা বলিউডের অন্যতম বিতর্কিত অধ্যায় হিসেবে রয়ে গেছে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code