প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

হবিগঞ্জে পুলিশের জালে ৩ জন

editor
প্রকাশিত অক্টোবর ৫, ২০২৫, ১১:৪১ পূর্বাহ্ণ
হবিগঞ্জে পুলিশের জালে ৩ জন

Manual6 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অবৈধভাবে ভারত থেকে আনা প্রায় ৬ লাখ টাকার জিরা জব্দ করেছে হাইওয়ে পুলিশ। এ সময় একটি কাভার্ড ভ্যানসহ তিনজনকে আটক করা হয়। রবিবার (৫ অক্টোবর) রাত ৩টার দিকে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অধীন অলিপুর ক্যাম্পের নিয়মিত চেকপোস্টে এই অভিযান পরিচালনা করা হয়।

Manual3 Ad Code

হাইওয়ে পুলিশ জানায়, ঢাকামুখী স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট ১১-৭১৯৪) তল্লাশি করে ভারতীয় ঝটজঅঔ কোম্পানির ২০ বস্তা জিরা উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে মোট ৬০০ কেজি জিরা, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা। এ ঘটনায় কাভার্ড ভ্যানসহ চালক কুড়িগ্রামের সুরুজ মিয়া (৫৫), রংপুরের হেলপার রনি ইসলাম (২১) ও কেরানীগঞ্জের সহকারী মো. নাদিম (৩২)- সহ ৩জনকে কে আটক করা হয়েছে।

Manual1 Ad Code

সিলেট রিজিওনের হাইওয়ে পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বলেন, হাইওয়ে পুলিশ সড়কে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সবসময় তৎপর। গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, ভারত থেকে অবৈধ পথে কিছু পণ্য পাচার হচ্ছে। নিয়মিত চেকপোস্ট কার্যক্রমের অংশ হিসেবে সন্দেহজনক একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, অবৈধভাবে বিদেশি পণ্য দেশে প্রবেশের চেষ্টা যে-ই করুক, কাউকেই ছাড় দেওয়া হবে না। হাইওয়ে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সঞ্জয় দাস জানান, অলিপুর এলাকায় নিয়মিত চেকপোস্ট চলাকালে ভ্যানটি থামিয়ে তল্লাশি করা হয়। পরে দেখা যায়, এতে ভারতীয় তৈরি জিরা বহন করা হচ্ছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে। জব্দ করা কাভার্ড ভ্যান ও পণ্য হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

Manual3 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code