প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সংসদ নির্বাচন সামনে রেখে গণমাধ্যমের সঙ্গে ইসির সংলাপ আজ

editor
প্রকাশিত অক্টোবর ৬, ২০২৫, ০৫:৫৫ পূর্বাহ্ণ
সংসদ নির্বাচন সামনে রেখে গণমাধ্যমের সঙ্গে ইসির সংলাপ আজ

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন (ইসি) সোমবার (৬ অক্টোবর) গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসবে। এই তথ্য জানিয়েছেন ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক।

ইসির পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল ১০টা ৩০ মিনিটে ইলেকট্রনিক মিডিয়ার (টেলিভিশন) সাংবাদিকদের সঙ্গে এবং দুপুর ২টা ৩০ মিনিটে প্রিন্ট ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। দুই পর্বে আয়োজিত এই আলোচনায় প্রায় ৪০ জন গণমাধ্যমকর্মী অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।

এর আগে ২৮ সেপ্টেম্বর সুশীল সমাজ, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের সঙ্গে সংলাপের মাধ্যমে নির্বাচন কমিশনের এই ধারাবাহিক আলোচনা শুরু হয়।

Manual2 Ad Code

মো. আশাদুল হক আরও জানান, আগামীকাল ৭ অক্টোবর নারী নেত্রী ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপে বসার পরিকল্পনা রয়েছে কমিশনের। এরপর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেও সংলাপে অংশ নেবে ইসি।

Manual7 Ad Code

উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন আগেই জানিয়েছেন, সংলাপে অংশগ্রহণকারীদের দেওয়া পরামর্শ ও মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তার কমিশন তা বাস্তবায়নের উদ্যোগ নেবে।

Manual2 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code