প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বিবাহিত জীবনের ২৩৪ দিনের অভিজ্ঞতা প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

editor
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২৫, ০১:০৪ অপরাহ্ণ
বিবাহিত জীবনের ২৩৪ দিনের অভিজ্ঞতা প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

Manual8 Ad Code

 

বিনোদন ডেস্ক:

Manual5 Ad Code

বছর শুরুর পরের মাস ফেব্রুয়ারিতেই ১৩ বছরের সম্পর্ককে পরিণয়ে রূপ দেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নির্মাতা ও প্রযোজক আদনান আল রাজীবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। এ মুহূর্তে তারা সুখী তারকা দম্পতি। তাদের সংসারজীবন ইতোমধ্যে আট মাস পেরিয়েছে। সম্প্রতি এক সাক্ষাতকারে বিয়ের ২৩৪ দিনের সংসারজীবন কেমন কেটেছে, সে অনুভূতিই প্রকাশ করলেন মেহজাবীন চৌধুরী।

অভিনেত্রী বলেন, বিয়ের পর তার জীবনে তেমন কোনো পরিবর্তন আসেনি। শুধু থাকার জায়গাটায় পরিবর্তন হয়েছে মাত্র। তিনি বলেন, আমি সেই আগের মেহজাবীনই আছি। আমার মতো করে কাজ করছি, আমার মতো করে ঘুরছি। আদনান আমার আগেও অনেক ভালো বন্ধু ছিল, এখনো ভালো বন্ধু হিসেবেই আছে। তো ওই ফ্রেন্ডশিপটা আমাদের মধ্যে এখনো আছে।

Manual5 Ad Code

মেহজাবীন বলেন, বিয়ের পর আমার জীবন আরও সহজ হয়েছে। আগে কোনো কিছু করতে হলে আমি শুধু আমার পরিবারকে বলতাম…। তিনি বলেন, আর এখন আমাকে হেল্প করার জন্য আরও অনেকজন চলে এসেছে। আমার ফ্যামিলি সাইজটা আরও বেড়ে গেছে এবং সবাই অনেক বেশি ভালোবাসে আমাকে। তারা আমার কাজকে অনেক সাপোর্ট করেন, আমার চাওয়া-পাওয়াগুলো ওনারা অনেক ভালোভাবে দেখে রাখেন। তো আমি খুবই ব্লেসড এবং খুবই হ্যাপি।

মেহজাবীনের মুখের দিকে তাকিয়ে তাকে ‘খুব সুখী একজন মানুষ’ বলে অভিহিত করেন সঞ্চালক। সেই সময় অভিনেত্রী হেসে বলেন, এটি এর আগেও তিনি শুনেছেন। মেহজাবীন বলেন, আমাকে একজন কয়েক দিন আগে এসে এ রকম করে বললেন— মেয়েরা জীবনে আফটার ম্যারেজ হ্যাপি আছে কিনা, সেটি তাদের ফেস দেখলেই বোঝা যায়।

Manual5 Ad Code

তিনি বলেন, আমাকে দেখে বলছেন— তুমি যে অনেক হ্যাপি আছো এটা বোঝা যাচ্ছে। আমি ঠিক জানি না উনি কীভাবে বুঝেছেন— বাট আই অ্যাম ভেরি হ্যাপি ইন মাই লাইফ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।

বিবাহিত জীবনের ২৩৪ দিনের অভিজ্ঞতা প্রসঙ্গে জিজ্ঞেস করতেই হাসিতে ফেটে পড়েন অভিনেত্রী। তিনি বলেন, এটা কে গুনেছে বসে বসে? তবে ভক্ত-অনুরাগীদের পক্ষ থেকে এ হিসাব এসেছে শুনে মেহজাবীন আনন্দের সঙ্গে বলেন, তার বিবাহিত জীবন খুবই ভালো কাটছে।

Manual8 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code