প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

গোলের আনন্দে হামজার ছেলে ফ্লোরে পড়ে গেছে : হামজার বাবা

editor
প্রকাশিত নভেম্বর ১৭, ২০২৫, ০৫:১৬ অপরাহ্ণ
গোলের আনন্দে হামজার ছেলে ফ্লোরে পড়ে গেছে : হামজার বাবা

Manual5 Ad Code

 

ক্রীড়া ডেস্ক:

Manual1 Ad Code

গোলের খেলা ফুটবল। গোলের পর ফুটবলারদের উল্লাস-উচ্ছ্বাস ছুঁয়ে যায় সমর্থকদের। অনেক সময় অসাধারণ গোলের মুহুর্তে উদযাপন হয় বাধনহারা।

Manual3 Ad Code

 

হামজা চৌধুরি নেপালের বিপক্ষে বাইসাইকেল কিক করে গোল করেন। বাংলাদেশের ফুটবলে সচারচর এমন গোলের দৃশ্য দেখা যায় না। হামজার এমন গোলের প্রতিক্রিয়া ব্যক্ত করলেন তার বাবা মোরশেদ দেওয়ান চৌধুরি এভাবে, ‘খুবই ভালো লাগছিল। টিভিতে দেখছি, আমি বুঝিই নাই যে একটা বাই-সাইকেল গোল করবে। এটা আমি না, যারা যারা এখানে ছিল, কমেন্টেটর যারা ছিল, তারাও বলছে, তারাও চিন্তা করতে পারে নাই এরকম কিছু একটা হতে পারে।’

হামজার সন্তানরাও বাবার গোলে আনন্দ করেছে। হামজার বাবা মোরশেদ বলেন, ‘তার ছোট ছেলেটা যখন গোল দেখে, জাম্প করে। সে এই দিক থেকে মাটিতে পড়ে গিয়েছিল, ফ্লোরে পড়ে গিয়েছিল।’

 

Manual4 Ad Code

হামজাকে বাংলাদেশের সবাই ভালোবাসে। বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান হামজাকে দূত করেছে। এ নিয়ে তার বাবা বলেন, ‘খুবই ভালো লাগে। যদিও এগুলার জন্য আসলে হামজা আসে নাই। হামজা আসছে তো, ফুটবলের টানে, দেশের টানে। দেশের ফুটবলটাকে একটু যদি তোলা যায়। হামজাকে মানুষ ভালোবাসে। ছোটবেলা থেকে হামজাকে মানুষ ভালোবাসতো। তখন তো সে ফুটবল প্লেয়ার ছিল না, কিন্তু বাংলাদেশে যখন আসতো, তার একটা ফ্যান সার্কেল হয়ে যাইতো। সবাই তাকে ভালোবাসতো। কিন্তু, হ্যাঁ, ওইটা দেখে দেখে খুবই ভালো লাগে। এখন যারা আসতেছে, তার কাছে আসে যে খুবই ভালো লাগে।’

হামজার খেলা দেখতে তার বাবা-মা দুই জনই দেশে এসেছেন। আজ বিকেলে অনুশীলনও দেখেন তারা। বাংলাদেশের বিগত দুই হোম ম্যাচেও তারা হামজার খেলা দেখতে এসেছিলেন ইংল্যান্ড থেকে।

Manual2 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code