প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বিয়নীবাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও দাম চড়া

editor
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২৫, ০৩:৩০ অপরাহ্ণ
বিয়নীবাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও দাম চড়া

Manual7 Ad Code

 

স্টাফ রিপোর্টার:

বিয়ানীবাজারে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ। উপজেলার প্রায় প্রতিটি হাট বাজারেই ফুলকপি, বাঁধাকপি, শিম, টমেটো, গাজর, নতুন আলুসহ স্থানীয়ভাবে উৎপাদিত নানা রকম শীতকালীন সবজির দেখা মিলছে। কিন্তু দাম এখনও চড়া। এমনকি এই মৌসুমে এসেও অনেক সবজির দাম বাড়ছে।

শনিবার (২২ নভেম্বর) বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন বাজার সরজমিনে ঘুরে দেখা যায়, প্রতিকেজি শিম বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকা। যা গত সপ্তাহে ছিল ৭০-৮০ টাকা। ফুলকপি বিক্রি হচ্ছে ৮০ টাকায়, আগের সপ্তাহে ছিল ৭০ টাকা। অর্থাৎ অনেক সবজির দাম এখনও বাড়ছে। তবে কিছু কিছু সবজির দাম স্থিতিশীল রয়েছে।

Manual5 Ad Code

 

পৌরশহরের কিচেন মার্কেট ঘুরে দেখা গেছে, প্রতিকেজি টমেটো বিক্রি হচ্ছে ১২০ টাকায়, করলা ৮০ টাকায়, বাঁধাকপি ৫০ টাকা, শসা ৭০ টাকা, লাউ প্রতি পিস ৮০ টাকা।

Manual8 Ad Code

তাছাড়াও প্রতিকেজি গাজর বিক্রি হচ্ছে ৮০ টাকায়, বেগুন ৬০ টাকা, মুলা ৬০, পটল ৭০ টাকা, কচুমুখী ৬০-৭০ টাকা এবং ধনেপাতা ১৫০–১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

 

বাজারে কেনাকাটা করতে আসা ক্রেতা হাফিজুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘শীতকাল এলেই তো সবজির দাম কমার কথা। কিন্তু এখন উল্টো। বাজারে এলে মনে হয় সব কিছুর দামই লাফিয়ে লাফিয়ে বাড়ছে।’

Manual5 Ad Code

একই বাজারে সবজি বিক্রেতা রশিদ মিয়া বললেন, ‘নতুন মৌসুমের সবজি আসতে শুরু করেছে ঠিকই, কিন্তু সরবরাহ এখনো পুরোপুরি বাড়েনি। কয়েক দিনের মধ্যেই দাম কমে যাবে।’

ব্যবসায়ী সামছুল বলেন, শীতের প্রথম দিকে সবসময়ই সবজির দাম একটু বেশি থাকে। জমিতে ফলন পুরোপুরি না আসা পর্যন্ত বাজার পুরোপুরি স্থির হয় না।

Manual7 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code