প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

খালেদা জিয়াকে লন্ডন নিতে মঙ্গলবার ঢাকায় আসছে না এয়ার অ্যাম্বুলেন্স

editor
প্রকাশিত ডিসেম্বর ৮, ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ণ
খালেদা জিয়াকে লন্ডন নিতে মঙ্গলবার ঢাকায় আসছে না এয়ার অ্যাম্বুলেন্স

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকায় আসছে না। জার্মানির এফএআই এভিয়েশন গ্রুপ আপাতত তাদের নির্ধারিত স্লট বাতিলের আবেদন জানিয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সূত্রে সোমবার (৮ ডিসেম্বর) এ তথ্য জানা গেছে।

Manual6 Ad Code

এর আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ সকালে জানিয়েছিলেন, কাতার সরকারের সহায়তায় জর্জিয়ার তিবলিসি থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল। মঙ্গলবার সকাল ৮টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছানোর পর একই দিন রাত ৯টার দিকে দেশত্যাগের প্রাথমিক সময়সূচিও নির্ধারিত ছিল।

Manual1 Ad Code

বেবিচকের তথ্য অনুযায়ী, কাতার সরকার এফএআই এভিয়েশন গ্রুপের এই এয়ার অ্যাম্বুলেন্সটি ভাড়া করেছে। তবে বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে তার শারীরিক অবস্থা পর্যালোচনা করে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি মেডিকেল বোর্ড।

Manual5 Ad Code

৮০ বছর বয়সী বেগম জিয়া নানা জটিল রোগে ভুগছেন। গত ২৩ নভেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করার পর তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে এবং পরে তাকে সিসিইউতে নেওয়া হয়। সরকার তাকে ‘ভিভিআইপি’ ঘোষণা করে এসএসএফের নিরাপত্তা দিয়েছে। এভারকেয়ারের ১২ সদস্যের মেডিকেল টিমের সঙ্গে যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞরাও চিকিৎসায় যুক্ত রয়েছেন।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code