প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

লন্ডনে ফিরে গেলেন ডা. জুবাইদা রহমান

editor
প্রকাশিত ডিসেম্বর ২০, ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ণ
লন্ডনে ফিরে গেলেন ডা. জুবাইদা রহমান

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
শাশুড়ি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাশে প্রায় দুই সপ্তাহ অবস্থান শেষে আবারও লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
শনিবার (২০ ডিসেম্বর) সকাল পৌনে ৯টার দিকে বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটে তিনি লন্ডনের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

Manual1 Ad Code

এর আগে সকাল ৭টা ১০ মিনিটে ধানমন্ডিতে বাবার বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হন ডা. জুবাইদা রহমান। পুরো যাত্রাপথে তার গাড়িবহরের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। এ সময় তার সঙ্গে পরিবারের সদস্যরাও ছিলেন।

Manual2 Ad Code

জানা গেছে, লন্ডনে পৌঁছানোর চারদিন পর আগামী ২৫ ডিসেম্বর স্বামী তারেক রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে আবারও দেশে ফেরার কথা রয়েছে ডা. জুবাইদা রহমানের। নির্বাসিত জীবন শেষে ১৭ বছর পর সপরিবারে সেদিন দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য এবং ‘আমরা বিএনপির পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন জানান, শাশুড়িকে মায়ের মতো করেই সেবা দিয়েছেন ডা. জুবাইদা রহমান। সপরিবারে ঢাকায় ফেরার প্রস্তুতির অংশ হিসেবেই তিনি লন্ডনে যাচ্ছেন।

তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপি প্রস্তুতি নিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘যে বাসায় তারেক রহমান সপরিবারে উঠবেন, সেই বাসার শেষ প্রস্তুতি চলছে। তবে সম্পূর্ণ প্রস্তুত না হলে গুলশানে মায়ের বাসা ফিরোজায় উঠতে পারেন।’

Manual4 Ad Code

প্রায় এক মাস ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অসুস্থ শাশুড়িকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার লক্ষ্যে যুক্তরাজ্য থেকে গত ৫ ডিসেম্বর দেশে আসেন ডা. জুবাইদা রহমান। তিনি বেগম জিয়ার চিকিৎসার বিভিন্ন দিক তত্ত্বাবধান করেন। তবে চিকিৎসকদের পরামর্শে বিদেশে নেওয়া সম্ভব না হওয়ায় শাশুড়ির সঙ্গেই ঢাকায় দুই সপ্তাহ অবস্থান করেন তিনি। বর্তমানে বেগম জিয়ার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক।

উল্লেখ্য, ২০০৮ সালে দেশ ছাড়ার পর দীর্ঘ ১৭ বছর পর চলতি বছরের ৬ মে প্রথমবারের মতো দেশে ফেরেন ডা. জুবাইদা রহমান।

Manual7 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code