প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

হাদির জানাজায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মাঠে ৮৭০ আনসার

editor
প্রকাশিত ডিসেম্বর ২০, ২০২৫, ০৫:৫০ পূর্বাহ্ণ
হাদির জানাজায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মাঠে ৮৭০ আনসার

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির নামাজে জানাজা আজ শনিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। জানাজা ঘিরে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সংসদ ভবন এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এ জন্য ৮৭০ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা ও দেশের বিভিন্ন স্থান থেকে আগত আনসার সদস্যরা সংসদ ভবন এলাকায় জড়ো হন। জানাজাকে কেন্দ্র করে দায়িত্ব পালনের আগে তাদের নিরাপত্তা সংক্রান্ত প্রয়োজনীয় ব্রিফিং ও প্রশিক্ষণ দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আনসার সূত্র জানায়, হাদির জানাজার নিরাপত্তায় তিন শ্রেণির আনসার বাহিনী মোতায়েন থাকবে। এর মধ্যে রয়েছে ব্যাটালিয়ন আনসার, অঙ্গীভূত আনসার এবং টিডিপি স্বেচ্ছাসেবক। মোট ৮৭০ জন সদস্যের পাশাপাশি মাঠপর্যায়ে তদারকির জন্য থাকবেন ৪ জন পরিচালক, ৭ জন ডেপুটি পরিচালক এবং ১২ জন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা।

Manual7 Ad Code

প্রশিক্ষণ শেষে আনসার গার্ড ব্যাটালিয়নের পরিচালক মো. আইয়ুব আলী বলেন, ‘নামাজে জানাজাকে কেন্দ্র করে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ব্যাটালিয়ন আনসারের ২৭০ জন, অঙ্গীভূত আনসারের ৪০০ জন এবং টিডিপি স্বেচ্ছাসেবকের ২০০ জন সদস্য দায়িত্ব পালন করবেন।’

Manual5 Ad Code

তিনি আরও বলেন, সংসদ ভবনের পূর্ব পাশের মাঠ পুরোপুরি সুরক্ষিত রাখা হবে। যাতে কেউ অননুমোদিতভাবে ভেতরে প্রবেশ করতে না পারে এবং জনসাধারণ দেয়াল টপকে প্রবেশের কোনো সুযোগ না পায়।

Manual8 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code