প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রজব, ১৪৪৭ হিজরি

ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের সূচি ঘোষণা ব্রাজিল

editor
প্রকাশিত ডিসেম্বর ২০, ২০২৫, ১২:১০ অপরাহ্ণ
ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের সূচি ঘোষণা ব্রাজিল

Manual1 Ad Code

স্পোর্টস ডেস্ক:
ডিসেম্বরের শুরুতেই ২০২৬ ফুটবল বিশ্বকাপের সূচি চূড়ান্ত হয়েছে। বিশ্বকাপের আগে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। শুক্রবার (১৯ ডিসেম্বর) এই দুই ম্যাচের তারিখ ও ভেন্যু জানিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। তবে ম্যাচ দুটি কখন শুরু হবে তা জানানো হয়নি।

Manual7 Ad Code

আগামী বছরের মার্চে যুক্তরাষ্ট্রের মাটিতে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। ২৬ মার্চ বোস্টনে জিলেট স্টেডিয়ামে প্রীতি ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হবে সেলেসাওরা। পাঁচ দিন পর ৩১ মার্চ অরল্যান্ডোর ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে দ্বিতীয় প্রীতি ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

Manual8 Ad Code

২০২৬ বিশ্বকাপের আগে মার্চের আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিলের এ দুটি শেষ প্রীতি ম্যাচ। এর পরই বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করবেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আগামী ১১ জুন শুরু হবে বিশ্বকাপ।

এ দুটি প্রীতি ম্যাচের জন্য অরল্যান্ডোর ইএসপিএন ওয়াইড ওয়ার্ল্ড কাপ কমপ্লেক্সকে নিজেদের অনুশীলন ক্যাম্প হিসেবে ব্যবহার করবে ব্রাজিল ফুটবল দল। গত বছর কোপা আমেরিকাতেও অনুশীলন এবং থাকার জন্য এই কমপ্লেক্স ব্যবহার করেছে ভিনিসিয়ুসরা। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ জানিয়েছে, বিশ্বকাপের জন্য আগামী মে মাসের শেষ সপ্তাহে তেরেসপোলিসের গ্রাঞ্জা কোমারিতে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন ব্রাজিলের খেলোয়াড়েরা।

Manual4 Ad Code

ব্রাজিল জাতীয় দলের জেনারেল কোঅর্ডিনেটর রদ্রিগো কায়েতানো বলেন, ‘বিশ্ব ফুটবলে শীর্ষ সারির দুটি দলের বিপক্ষে উঁচুমানের ম্যাচ হবে এ দুটি। বাছাইপর্ব উতরে যাওয়ার পর আমরা র‍্যাংকিংয়ে উচ্চ অবস্থানে থাকা দলগুলোর মুখোমুখি হবো, যারা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে এবং ভিন্ন ধারার খেলার প্রতিনিধিত্ব করে। আমরা এশিয়া এবং আফ্রিকান ঘরানার দলের মুখোমুখি হয়েছি। ইউরোপের এমন দল খুঁজেছি, যারা ব্রাজিলকে সত্যিকারের চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করাতে পারে।’

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code