প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২২শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রজব, ১৪৪৭ হিজরি

সিলেটে ‘অবসর প্রাপ্ত মাফিয়া’ গ্রুপের ৯ সদস্য আটক

editor
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২৫, ০১:২৮ অপরাহ্ণ
সিলেটে ‘অবসর প্রাপ্ত মাফিয়া’ গ্রুপের ৯ সদস্য আটক

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগরীতে কিশোর গ্যাংয়ের তৎপরতা রোধে কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ‘অবসর প্রাপ্ত মাফিয়া’ নামের একটি কিশোর গ্যাংয়ের ৯ জন সদস্যকে আটক করা হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) দিবাগত রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

Manual7 Ad Code

পুলিশ জানায়, রবিবার (২১ ডিসেম্বর) রাত আনুমানিক সোয়া ১২টার দিকে সোবহানীঘাট ফাঁড়ি পুলিশের একদল সদস্য কোতোয়ালী থানাধীন মহানগরীর চারাদিঘীরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে সংঘবদ্ধভাবে মারামারি, ভয়ভীতি প্রদর্শন ও জনশৃঙ্খলা বিঘ্ন সৃষ্টির সাথে জড়িত ‘অবসর প্রাপ্ত মাফিয়া’ গ্রুপের কিশোর গ্যাংয়ের ১জন সদস্যকে ২টি চাকুসহ আটক করা হয়। পরবর্তীতে আটককৃত সদস্যের দেওয়া তথ্যের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানাধীন বিভিন্ন আবাসিক এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে একই গ্যাংয়ের আরও ৮ জন সদস্যকে আটক করে পুলিশ। সর্বমোট এই অভিযানে মোট ৯ জনকে আটক করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা নং–৩৭, তারিখ–২১/১২/২০২৫ খ্রি., ধারা–আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ (সংশোধনী ২০১৯) এর ৪/৫ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। আইনের সহিত সংঘাতে জড়িত শিশু হিসেবে গ্রেফতার দেখিয়ে আটককৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

Manual5 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code