প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আমার বিয়ে করার ইচ্ছে নেই : যীশু সেনগুপ্ত

editor
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০২৪, ১০:১৬ পূর্বাহ্ণ
আমার বিয়ে করার ইচ্ছে নেই : যীশু সেনগুপ্ত

Manual3 Ad Code

বিনোদন ডেস্ক:
বর্তমান সময়ে টালিউডে বেশ চর্চা যীশু সেনগুপ্ত-নীলাঞ্জনা সেনগুপ্ত দম্পতিকে নিয়ে। বহুদিন ধরেই শোনা যাচ্ছে, অনেকটা দূরত্বের মধ্যে আছেন তারা। দুই মেয়েকে নিয়ে সংসার করছেন নীলাঞ্জনা। যদিও আইনি বিচ্ছেদ হয়নি তাদের, তবুও ছাদ আলাদা।

Manual1 Ad Code

যীশু-নীলাঞ্জনার বিচ্ছেদ জল্পনা চাউর হতেই সামাজিক মাধ্যমজুড়ে নানা ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন নীলাঞ্জনা। তবে এতদিন এই বিষয়ে চুপ ছিলেন যীশু। এবার মুখ খুললেন তিনি। তবে সরাসরি নয়, খানিকটা ঘুরিয়ে!

সম্প্রতি একটি অনুষ্ঠানে যীশুর গলায় শোনা যায় ‘বাবা আমার কি বিয়ে হবে না’ গানটি। এই গানটি গাওয়ার পরই যীশু সঙ্গে সঙ্গেই বলে ওঠেন, ‘আমার বিয়ে করার কোনো ইচ্ছে নেই, আর নেই’। মাত্র এই এক-দু’টি বাক্য। আর এই কথার মাধ্যমে নাকি যীশু অনেক কিছুই বুঝিয়ে দিয়েছেন, এমনটি ভাবছেন তার অনুরাগীরা।

প্রথম দিকে যীশু এবং নীলাঞ্জনার মাঝে তৃতীয় ব্যক্তির কথা শোনা গেলেও পরে জানা যায় সেই খবর নাকি সঠিক নয়। যীশু নাকি নতুন কোনো সম্পর্কে জড়াননি। তাহলে ঠিক কি কারণে বিচ্ছেদ যীশু-নীলাঞ্জনার, সেই বিষয়ে মুখ খোলেননি দু’জনের কেউই। অন্য নারীর সঙ্গে মুম্বাইতে থাকার কথা যে সম্পূর্ণ ভুল, তা যীশু নিজের কথার মাধ্যমে বুঝিয়ে দিয়েছিলেন আগেও।

Manual7 Ad Code

আর এদিন অনুষ্ঠানে এই কথা বলে তিনি আরও একবার বুঝিয়ে দিলেন, নতুন সম্পর্ক বা বিয়ে কোনোটাই তিনি আর চান না। সমাজ মাধ্যমে যীশুর এই ভিডিওতে যদিও অনেকে তার নতুন সম্পর্কের কথা তুলে তাকে দোষারোপ করেছেন। তবে সত্যিটা আসলে কি তা শুধু যীশু নীলাঞ্জনাই জানেন।

Manual3 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code