প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেট এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

editor
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০২৪, ১১:৩৭ পূর্বাহ্ণ
বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেট এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

Manual2 Ad Code

 

সংবাদ বিজ্ঞপ্তি:

Manual5 Ad Code

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেট এর বার্ষিক সাধারণ সভা, মেধা বৃত্তি বিতরণ গত শনিবার রাত ৮টায় সিলেট নগরীর উপশহর লিংক রোডে অবস্থিত গার্ডেন টাওয়ারের অভিজাত রেস্টেুরেন্টে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি ডা. ফয়েজ আহমদের সভাপতিত্বে অনুষ্টিত সাধারণ সভায় সভাপতির বক্তব্যে বলেন, বিয়ানীবাজার জনকল্যান সমিতি সিলেট একটি স্বেচছা সেবামূলক সংগঠন। নগরীতে বসবাসরত বিয়ানীবাজার উপজেলাবাসীর বিভিন্ন পেশার জনসাধারণকে একত্রিত করে সকলের সুখে-দুঃখে অংশীদার হওয়ার পাশাপাশি জনসেবা করাই লক্ষ। সেজন্য সংগঠনকে আগামীতে আরো শক্তিশালী করার লক্ষ্যে বিয়ানীবাজারবাসী সহ সকল সচেতন মহলের সুদৃষ্টি কামনা করেন। সভাপতি বলেন, বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেট ১৯৬৪ সালে তৎকালীন সিলেট শহরে প্রতিষ্ঠা লাভ করে। তাই সবার ঐক্যবদ্ধ প্রচেষ্ঠায় নগরীতে উক্ত সমিতির জন্য বিয়ানীবাজার ভবন নির্মাণ করতে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ সহ কার্যক্রম প্রত্রিয়াধীন রয়েছে।

সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট জুবায়ের আহমদ খান এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সমিতির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহীন। তিনি বলেন, উক্ত সংগঠন এখন ৬০ বছর অতিক্রম করে ৬১ বছরে পা রাখছে। সভায় তিনি সমিতির বার্ষিক কার্যবিবরণী পাঠ করেন। সভায় সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট জুবায়ের আহমদ খান সমিতির বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। সভায় সমিতির ২৩-২৪ অর্থবছরের আয় ব্যয়ের হিসাব পেশ করেন সমিতির কোষাধ্যক্ষ কবির আহমদ সিদ্দিকী।

Manual7 Ad Code

 

Manual3 Ad Code

সভায় পেশকৃত সমিতির বিভিন্ন বার্ষিক প্রতিবেদনের ওপর আলোচনায় অংশগ্রহণ করেন সমিতির সহ-সভাপতি শামস উদ্দিন খান, বিয়ানীবাজার ভবন নির্মাণ কমিটির সদস্য ও সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদি, সমিতির যুগ্ম সম্পাদক আব্দুল আহাদ, সমিতির সদস্য ইমদাদ হোসেন চৌধুরী, লিডিং ইউনিভার্সিটির এসিস্টেন্ট রেজিস্টারার প্রফেসর কবির আহমদ, অর্থ সম্পাদক কবির আহমদ সিদ্দিকী, দাতা সদস্য ডা. মনজ্জির আলী, সদস্য সিলেট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবির খান, সাবেক কোষাধ্যক্য ছাদ উদ্দিন, রাজ জিসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুমিত, সাংবাদিক রুহুল ইসলাম মিঠু, এনাম উদ্দিন, আহমদ জিন্নুন দারা প্রমুখ।

Manual4 Ad Code

সভায় সমিতির শিক্ষার্থীদের মেধাবৃত্তিসহ সনদ বিতরণ ও এককালীন অনুদান সহ সমিতির আজীবন সদস্য ও দাতা সদস্যবৃন্দকে সনদপত্র প্রদান করা হয়। সভায় সমিতির বিভিন্ন প্রতিবেদন আলোচনাক্রমে প্রস্তাব আকারে পাশ করা হয়।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code