প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

কঙ্গনার ইমার্জেন্সি সিনেমা দেখার আমন্ত্রণে যা বললেন প্রিয়াংকা গান্ধী

editor
প্রকাশিত জানুয়ারি ৯, ২০২৫, ০৭:২১ পূর্বাহ্ণ
কঙ্গনার ইমার্জেন্সি সিনেমা দেখার আমন্ত্রণে যা বললেন প্রিয়াংকা গান্ধী

Manual7 Ad Code

বিনোদন ডেস্ক :
অবশেষে সব জট খুলেছে। মুক্তি পেতে যাচ্ছে ইন্দিরা গান্ধী চরিত্রে অভিনয় করা বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের ছবি ‘ইমার্জেন্সি’। প্রথম পরিচালিত ছবিটির মুক্তি নির্বিঘ্ন করতে কালঘাম ছুটেছিল অভিনেত্রীর। আগামী ১৭ জানুয়ারি ছবিটি মুক্তি পেলে স্বস্তির নিঃশ্বাস ফেলবেন তিনি। এ ছবির চিত্রনাট্যকার ও প্রযোজকও কঙ্গনা নিজেই।

Manual6 Ad Code

ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রেও তিনি নিজেই অভিনয় করেছেন। আর তাই অভিনেত্রী তথা বিজেপি সংসদ সদস্য ছবিটি দেখতে প্রিয়াংকা গান্ধীকে অনুরোধ জানিয়েছেন। সংসদ ভবনে প্রিয়াংকার সঙ্গে দেখা হয়েছিল কঙ্গনার। তখনই বিরোধী নেত্রীকে আমন্ত্রণ জানান অভিনেত্রী।

Manual2 Ad Code

সংবাদমাধ্যমকে কঙ্গনা বলেন, প্রিয়াংকাজির সঙ্গে আমার সংসদে দেখা হয়েছিল। প্রথমেই উনাকে বললাম— আপনার কিন্তু ‘ইমার্জেন্সি’ দেখা উচিত। খুবই আনন্দিত হয়ে উত্তর দেন তিনি— ‘হ্যাঁ, হয়তো দেখব।’ আমি ওকে বলেছি— ‘এই ছবি আপনার পছন্দ হবেই’।

গান্ধী-নেহরু পরিবারের সবাইকে কি আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানাবেন কঙ্গনা রানাউত—এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, আগে দেখা যাক, ওরা ছবিটা দেখতে চান কিনা। এ ছবিতে আসলে খুবই স্পর্শকাতর অধ্যায় এবং একজন ব্যক্তিত্বকে তুলে ধরা হয়েছে। ইন্দিরা গান্ধীর চরিত্রকে সম্মান ও যত্নের সঙ্গে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।

Manual6 Ad Code

তিনি বলেন, আমি গবেষণা করার সময়ে লক্ষ করেছিলাম— ওর ব্যক্তিগত জীবন, সম্পর্ক, স্বামী, বন্ধুত্ব, বিতর্কিত যোগাযোগ নিয়েও প্রচুর আলোচনা হয়েছে। আমি নিজেও ভেবেছি, বহু দিক রয়েছে এই ব্যক্তিত্বের।

পরিবারতন্ত্র (নেপোটিজম) নিয়ে মন্তব্য করে একাধিকবার বিতর্ক তৈরি করেছেন কঙ্গনা। সাক্ষাৎকারে অভিনেত্রীর দাবি— ইন্দিরা গান্ধীও এই পরিবারতন্ত্রেরই ফসল।

উল্লেখ্য, ‘ইমার্জেন্সি’ ছবিটি প্রথমে মুক্তি পাওয়ার কথা ছিল ২০২৪ সালের ৬ সেপ্টেম্বর। কিন্তু সেন্সর বোর্ডের থেকে মিলছিল না ছাড়পত্র।

Manual2 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code